পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छाधिब्र-बाख्ा ७ इबिद्र-°शै । হইবে এই বলিয়া পিতার অনুমতি লইয়া, জালের সঙ্গে হামির • পত্নী চিতোরে আসিলেন। তিনি চিতোরে আসিয়াই দেখিলেন, মালদেব ও তঁহার পুত্রগণ সসৈন্যে কোন শত্রুর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিয়াছেন। চিতোরের উদ্ধারে ইহাই সুযোগ্য তবুসর। জালের সঙ্গে”পরামর্শ করিয়া হামিরপত্নী চিতোৱ – লী প্রধান রাজপুতগণকে আহবান করিয়া কহিলেন,-“রাজপুতবীরগণ, কত দিন আর আপনারা পাঠানের অধীনে থাকিবেন ? আপনাদের সহায়তা পাইলেই রাণী চিতোর উদ্ধার করিতে পারেন । রাজপুত কখনো বিদেশীয়ের অধীনতা সহিতে পারে নাই। স্বদেশের স্বাধীনতা রক্ষার জন্য, রাজপুত জাতির গৌরব রক্ষার জন্য, সহস্ৰ সহস্র রাজপুত্রবীর সমরক্ষেত্রে, রাজপুত বীরাঙ্গনগণ অগ্নিতে, দেহ বিসর্জন করিয়াছেন । যে পাঠানের অত্যাচারে আপনাদেরই পিতৃগণ এত শোণিত পাত করিয়াছেন, আপনাদেরই জননীগণের পবিত্র জীবন্ত দেহ * অগ্নিতে ভস্মীভূত হইয়াছে, আজ কোন্মুখে আপনারা সেই পাঠানের অধীনে হীন জীবনের বিলাস সম্ভোগে অলসভাবে কালযাপন করিতেছেন ? আপনাদের দেহে কি সেই ক্ষত্রিয়শোণিত প্রবাহিত হইতেছে না ? আপনাদের প্রাণে কি রাজপুতের মহত্ত্ব, রাজপুতের তেজস্বিতার কণামাত্রও অবশিষ্ট নাই!— যদি এমন নিশ্চিন্ত অলসভাবে আপনারা এই অধীনতা পাশ গলায় রাখিতে চান, তবে বীরপিতা, বীরমাতাগণের শোণিতপাতের পাপভাগী আপনাদিগকে হইতে হইবে। এই