পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৩০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रांची छबॉनौ । RhV) রাজত্বের প্রায় একশত বৎসর পূর্বে, ইংরেজ বণিক কোম্পানী বাঙ্গালায় স্থানে স্থানে বাণিজ্যের কুঠী স্থাপন করেন। পরে বাদ্যসাহিদের নিকট হইতে র্তাহার কলিকাতা ও নিকটবর্তী অনেকগুলি গ্রামের জমিদারী এবং বাণিজ্যাদি সম্বন্ধে বিশেষ কতকগুলি অধিকার লাভ করেন । তখন দেশে মধ্যে মধ্যে বিদ্রোহ, অরাজকতা ও অন্যান্য নানা বিশৃঙ্খলা উপস্থিত হইত। এই সব দুঃসময়ে আত্মরক্ষাব প্রয়োজনে ইংরেজ-কোম্পানী কলিকাতায় একটি দুর্গ নির্ম্মাণ করিয়া কিছু সৈন্যও রাখিলেন। ক্রমে বাঙ্গালায় হঁহাদের অনেক পরিমাণে সামরিক শক্তির প্রতিষ্ঠা হইল । বিদেশী বণিক ইংরেজের, দেশমধ্যে এইরূপ শক্তি বৃদ্ধি দেখিয়া ব্লিচক্ষণ আলিবর্দী খাঁ কিছু ভীত এবং চিন্তিত হইয়াছিলেন। মৃত্যুকালে এবিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করিতে তিনি সিরাজকে উপদেশ দিয়া যান। এই সব কারণে ইংরেজের প্রতি সিরাজের সন্তাব ছিল না। শক্তিবৃদ্ধির সঙ্গে ইংরেজের ব্যবহারেও কিছু গর্বিত ভাব দেখা যাইত । ইহাতে এবং অন্যান্য নানা কারণে সিরাজের সঙ্গে ইংরেজের যুদ্ধ হইল। সিরাজ কলিকাতা আক্রমণ করিয়া ইংরেজের দুর্গ অধিকার করেন । কিন্তু মাদ্রাজ হইতে ইংরেজ সেনাপতি ক্লাইব অনেক সৈন্যসহ আসিয়া নবাবের সৈন্যপরাজিত কলিকাতা পুনরুদ্ধার করিলেন। ইহার পর কলিকাতায় ইংরেজের সঙ্গে সিরাজের সন্ধি হইল। ইংরেজের শক্তি ও প্রতিপত্তি ইহাতে অনেক বাড়িল ।