পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

उधारी-बाड़ी । অন্যান্য অনেক দুর্গ জয় করিয়া শিবাজি অনেক সৈন্য সহ এই বল্লারী দুৰ্গ আক্রমণ করিলেন। মালবাইও ক্ষত্রিয় ৰীৱাঙ্গনা। ... শিবাজির রাজনৈতিক আদর্শ যতই উচ্চ হউক, বে লক্ষ্য সাধনের জন্য তিনি এই দুৰ্গ আক্রমণ করিয়াছেন, সে লক্ষ্য যতই মহৎ হউক, ক্ষত্রিয় বীরাঙ্গনা জীবিত থাকিতে বিনাযুদ্ধে শত্রুর হাতে নিজের স্বাধীনতা, নিজের স্বাধীন শক্তিতে শাসিত দুর্গ ও রাজ্য ছাড়িয়া দিতে পারেন না । তারপর, যিনি মারাঠার জাতীয় শক্তির প্রতিষ্ঠাতারূপে BBBB S LBB DDSDDDBD SDDuD S SBBBD DDBBD রাজ্য-আক্রমণকারী, তঁাহার স্বাধীনতাহরণ প্রয়াসী প্রবল শক্র মাত্র। শত্রু প্রবল, জয়ের আশাও কম, কিন্তু স্বাধীনতাও অমূল্য ধন। স্বাধীনতার জন্য মারাঠা বীরাঙ্গন সর্বস্ব পণ করিয়া যুদ্ধ করিতে প্রস্তুত হইলেন। ভীত সৈন্যগণকে উৎসাহ দিয়া তিনি কহিলেন,-“সৈন্যগণ ! তোমরা আমার পুত্রতুল্য। কিন্তু তোমাদের ও আমার স্বাধীনতার জন্য এই ভীষণ সমরে তোমাদিগকে বলি দিতে আমি প্রস্তুত হইয়াছি। মানুষ কঁাদিয়া জন্মে, জীবন ভরিয়া অনেক দুঃখে তাহাকে কঁদিতে হয়, আবার মৃত্যুকালেও কঁাদিয়াই মরে। স্বাধীনতা, মনুষ্যত্ব ও মহত্বই এমন দুঃখময় জীবনের একমাত্র কাম্য। তার জন্য এই অসার জীবন পাত করিতে কি তোমরা প্রস্তুত হইবে না ? - আজ প্রবল শত্রু তোমাদের স্বাধীনতা হরণ করিবার জন্য তোমাদের ঘাৱে উপস্থিত। তোমরা মানুষ, ”