পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RVbR আর্য্য-নারী । নামে ক্ষুদ্র একটি রাজ্য ছিল। বোরছার রাণী লঢ়ট্ৰিবাইএর সেনাপতি নথে খাঁ কুড়িহাজার সৈন্য লইয়া ঝানসী আক্রমণ করিলেন । রাণীর সৈন্যবল বেসি ছিল না । ইংরেজের রাজ্য অধিকার করার সময় ঠাহার সমস্ত তোপ ও গোলা বারুদ নষ্ট করিয়া ফেলেন। এই যুদ্ধ উপস্থিত হইলে রাণী অতি সত্বর বহু সৈন্য ংগ্রহ করিলেন। কারখানা খুলিয়া কামান বন্দুক ও গোলা বারুদ প্রভৃতি যুদ্ধের উপকরণ প্রস্তুত করিলেন। তাহার আহবানে বুন্দোলখণ্ডের সর্দারগণ নিজ-নিজ সৈন্য লইয়া আসিলেন । দুর্গ সুরক্ষিত করিয়া রাণী যথাস্থানে কামান সাজাইলেন। নিজে পাঠান বেশে সাজিয়া কামানের কাছে দাড়াইলেন। যুদ্ধ আরম্ভ হইল । দুর্গের উপর রাণী ইংরেজের ও পেশোয়ার নিশান উড়াইলেন। নথে খাঁ দুৰ্গ আক্রমণ করিয়া, পরাজিত হইয়া রাণীর সঙ্গে সন্ধি করিতে বাধ্য হইলেন । যুদ্ধের সময় মাতার ন্যায় স্নেহে রাণী সৈন্যদের সঙ্গে ব্যবহার কবিতেন। আহত সৈন্যদের যাতনায় রাণীর চক্ষে জলধারা প্রবাহিত হইত। নিজে উপস্থিত থাকিয়া, তাহদের চিকিৎসা ও শুশ্রষার তত্ত্ব করিতেন। কাছে বসিয়া মিষ্ট কথায় সাস্তুনা করিরা, গায় হাত বুলাইয়া তাহদের কষ্ট দূর করিতেন। যাহা হউক ;-ইন্দোরে যে ইংরেজরাজপ্রতিনিধি বা এজেণ্ট ঋকিতেন, ঝান্‌লী তাহারই কর্তৃত্বাধীনে ছিল ; নথে খাঁর বিবরণ