পাতা:চারু ও হারু প্রথম ভাগ.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
-চারু ও হারু-

 এমন সময়, হারুর বাপ দূর হইতে ছুটিয়া আসে,—“হারু, হারু!-ওরে, ওরে, ওকি করিস্!—সর্ব্বনাশ! সর্ব্বনাশ!!-”

 বাপকে দেখিয়া হারু থামিয়া গেল;— রাগে দুঃখে মুখ ঢাকিয়া কাঁদিতে লাগিল।

 সেই সময় চারু হারুর নাকে মুখে এক ঘুসি মারিয়া চলিয়া গেল।

-ছেলেদের উপন্যাস-
৩৩