পাতা:আর্য্যাবর্ত্ত (দ্বিতীয় বর্ষ - প্রথম খণ্ড).pdf/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* Cottet, sesY goforo : S S S S SS se পায় । কিন্তু ক্রমে রেবা কিছু আত্মবিশ্বত হইয়া পড়িল-আজও ত আকাশে । SBiYYYBD DBDE g DD BD DBB D DBD DDBD DBYSS DB BDB করিয়া মনের চঞ্চল ভাবটিকে ভাষায় চিরস্থায়ী করেন ? আত্মবিস্মৃতির সঙ্গে সঙ্গে সঙ্কোচ অন্তহিত হইয়া গেল ; তাই কণ্ঠস্বরও কিছু উচ্চ-সুস্পষ্ট হইয়া উঠিল ; রেবা আসনে দক্ষিণ হন্তের মধ্যমাদুলি দিয়া আঘাত করিয়া তাল দিতে লাগিলসঙ্গে সঙ্গে অলঙ্কার-শিঞ্জিতের মধুর ধ্বনি কঠোদ্ভুত সুধা-মধুর সুরের সঙ্গে মিশিতে লাগিল। মধুরে, মধুৱে মিশিলা। রেবা আত্মহারা হইয়া স্বামীর সেই গীত श्रांझेिऊ शांत्रिं । রেবা জানিতে পারে নাই, অজয় সিংহ তাহার পশ্চাদিকে দ্বারে দাড়াইয়াছিলেন। তাহার ওষ্ঠ্যধারে মৃদু হাসি নদীর তরঙ্গে রবিকরের মত খেলা করিতেছিল । সৈনিকবেশে রেবার পিতৃগৃহের বিকশিত উপবনে তিনি রেবার কণ্ঠে আপনার গীত শুনিয়া মনে করিয়াছিলেন-গান সার্থক ও তিনি আপনি ধন্য হইলেন। তাহার পর তিনি কত দিন রেবাকে গান গাহিতে অনুরোধ করিয়াছেন । সারামসঙ্কোচে রেবা তাহার অনুরোধ রক্ষা করিতে পারে নাই ; তিনি সেই উপবনে তাহার গানের কথা বলিলে সে লাজ পাইত। তাই আজি গান শুনিয়া অজয় সিংহ মনে বিশেষ আনন্দ অনুভব করিতেছিলেন। গান শেষ করিয়া রেবা আপনার পবন-চঞ্চল ওড়না দিয়া আসনখানি মুছিতে প্রবৃত্ত হইতেছিল ;- সে আসন তাহার নিকট দেবতার বেদীর মত পবিত্র - এমন সময় পশ্চাৎ হইতে কৌতুক-কম্পিত কণ্ঠে অজয় সিংহ বলিলেন-“আজি আমার গান-রচনা সূর্বক হইল।” রেবা চমকিয়া ফিরিয়া চাহিল । দ্বারপ্রান্তে-অজয় সিংহ ; দীপালোকে তাহার দীর্ঘ ছায়া তাহার চরণ হইতে কণ্ঠ পর্যন্ত স্বচ্ছান্ধিকারে আবৃত করিয়াছো-কৌতুক প্রদীপ্ত আননে উজ্জল দীপালোক ।

  • রেবা লজ্জায় নয়ন নত করিল-তাহার মুখমণ্ডল শোণিমা-রাজিত হইয়া উঠিল-- যেন সহসা অবরোধমেঘমুক্ত বালাতপ-করে বিকশিত, আপনার cगोदरड स्त्रां•नेि

গোলাপ আপনার সৌরভ-সুধা, সৌন্দর্য্য-সম্পদ ও মধুৰ-মাধুৰী লইয়া । ভ্রময়ের জঙ্গ অপেক্ষা করিতেছিল। পঞ্জীর সেই ব্রীড়াসকুচিত মূর্তি অজয় সিংহের । নয়নে অসামান্য-মাধুৰীমা বোধ হইল। অজয় সিংহ অগ্রসর হইলেন-পাষ্ট্ৰীয় । নিকটে আসিয়া বসিলেন -সেই কুসুম কোমল গুষ্ঠাথরে চুম্বন করিলেন। স্বামীর : আদিয়ে ৱেবার হৃদয় পুর্ণ হইয়া গেলা-কুসুমেয় হৃদয় শিশিল্প-বিন্দুতে ভরিয়া উঠে। ]