পাতা:আর্য্যাবর্ত্ত (দ্বিতীয় বর্ষ - প্রথম খণ্ড).pdf/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮ - আর্য্যাবর্ত্ত। ২য় বর্ধ ১ম সংখ্যা । 丐 শুভ ১লা বৈশাখের শুভ্র রবিরশ্মি ময়মনসিংহ নগরকে উদ্ভাসিত করিয়া দেখা দিল। আজ নববর্ষের নবীন আনন্দের দিনে কমলা এবং বাণীর বরপুত্রগণের সম্মিলনে ময়মনসিংহ বঙ্গের তীর্থক্ষেত্রেরূপে পরিণত । এই শুভ দিনে ব্রহ্মপুত্রের কুলে দাড়াইয়া বাঙ্গালী বালক, যুবক, প্রৌঢ়, বৃদ্ধ একৰোগে বাণীচরণে ভক্তি অৰ্ঘ্য প্রদান করিতে সন্মিলিত। এ দৃশ্য বড় মধুর डोंत्रिण । প্রথম দিন বেলা ১১টা হইতে সভামণ্ডপে লোক-সমাগম হইতে লাগিল । বেলা ২টার সময় দেখা গেল, সভাস্থলে আর তিলধারণের স্থান নাই । সভার কর্তৃপক্ষ চিন্তিত হইয়া পড়িলেন,-প্রতিনিধিবর্গের স্থানসমুলানি কিরূপে হইবে ভাবিয়া চিন্তিত হইলেন । এদিকে তিনটা বাজিয়া গেল । BBBB BBuBDD YDDDuDu DBDBS DDBD DBDDBDD DBBBuLDBS DD বাহাদুর প্রভৃতি আসিয়া উপস্থিত হইলেন। জিলার ম্যাজিষ্ট্রেট বাহাদুর আসিলেন ; আর অপেক্ষা করা চলে না, এ দিকে কোথায়ও স্থান নাই, তখন মহা বিপদ বুঝিয়া কর্তৃপক্ষীয় একজন বেদীস্থলে আসিয়া করলোড়ে ময়মনসিংহের অধিবাসী দিগকে আহবান করিয়া কার্য্যের গুরুত্ব বুঝাইবার জন্য প্রাণপণ চেষ্টা করিতে লাগিলেন। প্রায় ১০ মিনিট বক্তৃতায় পর অনেক লোক তঁহার সাহায্যার্থ অগ্রসর হইলেন, কিন্তু স্থানসন্ধুলানের কোনও সুবিধা হইল না । যিনি যে স্থানে পাইলেন, বসিয়া পড়িলেন । বেলা ৩০ টার সময় সভার কার্য আৱব্ধ হইল । কার্য্যারম্ভে কবি শ্রীযুক্ত প্রমথনাথ রায় চৌধুরীর রচিত একটি বন্দনা সঙ্গীত গীত হইল । () তৎপরে বিগত ভাগলপুর সম্মিলনীর সভাপতি শ্রীযুক্ত সারদাচরণ মিত্র মহাশয়ের অভিভাষণ র্তাহার অনুপস্থিতি হেতু এবং মাননীয় মহারাজ মনীন্দ্রচন্দ্র নন্দী বাহাদুরের অনুমতিক্রমে অপর একজন প্রতিনিধি। কর্তৃক পঠিত হইল । সারদা বাবু শারীরিক অসুস্থতা নিবন্ধন সভাস্থলে উপস্থিত হইতৃে না পারিয়া দুঃখ প্রকাশ করিয়াছেন, এবং গত বৎসরের বঙ্গ সাহিত্যের বিবিধ বিষয়ক উন্নতির কথা বলিয়া সাহিত্য পারিষদের নানা বাধা বিয়া সত্বেও এ কার্যের গুরুত্ব উপলব্ধি করিয়া ইহার জন্য অক্লান্ত পরিশ্রমের কথা প্রকাশ । कब्रिांरछन। , ट९१रम्र वैयूखा दब्रहशाबिन लकव्र চৌধুরী মহাশয় গীত গোবিন্দের ছন্দে।