পাতা:অহল্যাবাঈ - মণিলাল বন্দ্যোপাধ্যায়.pdf/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক (s (সৈন্যগণ কর্তৃক কুন্দরাওকে, বৃক্ষগাত্রে বন্ধন, বক্ষ লক্ষ্য করিয়া কামান স্থাপন অদূরে শুষ্ক পত্র-স্তুপ রাখিয়া তাহার সহিত কামানের পলিতা সংলগ্ন-করন ॥৫ ) মনাথ -কুমার কুন্দরাও ! তোমার নির্দয় নিষ্ঠুর পিতা শাহানশা আহম্মদ শাকে সিংহাসন-চু্যত ক’রে র্তার সঙ্গে আমাদেরও পথের ভিখারী করেছে । আমরা আজ তার প্রতিশোধ নিচ্ছি । তোমার প্রাণদণ্ডের কি সুন্দর ব্যবস্থা করেছি, তা বোধ হয় দেখতে পাচ্ছে । তোমাকে চক্ষের নিমিযে হত্যা করা আমাদের ইচ্ছা নয়, তাহলে তুমি সে হত্যাকাণ্ডে মর্ম্মে মর্ম্মে মৃত্যু-যন্ত্রণা অনুভব করতে পারবে না, তাই এই দণ্ডের ব্যবস্থা করেছি! ওই যে অদূবে শুষ্ক পত্রস্তােপ দেখছে— আমরা সর্বাগ্রে ঐ পত্রস্তাপে আগুন লাগিয়ে দেব-—এক একটি পত্র দগ্ধের সঙ্গে সঙ্গে তোমার দেহের এক একটি শিরা দগ্ধ হঙ্গে-প্রতি পলে তুমি মরণ-যন্ত্রণা অনুভব করবে। —তার পর পাত্ররাশি ভস্মীভূত ক’রে তোমার সংহার-অগ্নি কামানের পলিতা স্পর্শ করবে। --তারপর কি হবে, তা বোধ হয় প্রকাশ ক’রে বলতে হবে না। -সুর্য্যামল । পত্রস্তাপে আগুন লাগাও—শত্রু-সংহারে প্রথম আহুতি দাও। ( সুর্য্যমলের তথাকরণ । ) মনাথ ।-বাস। কাজ ফতে। চলে এসো,-আদূরে সৈন্য নিয়ে নাজিমদৌল আমাদের প্রতীক্ষা করছে-এখনি তার সঙ্গে যোগ দিতে হবে--দুর্গ দখল করতে হবে,-এসো-চলে এসে । উভয়ের সসৈন্য প্রস্থান ।

  • অভিনয়ে এই স্থলে কামানের পরিবর্তে "বৃক্ষকাণ্ডে কুন্দরাওকে আবদ্ধ করিয়া জীবন্ত कङ्ग इछ्न् ।