পাতা:আর্য্যাবর্ত্ত (দ্বিতীয় বর্ষ - প্রথম খণ্ড).pdf/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লৌপ-সম্ভাবনা ’ বুঝিতে পারিয়াছেন-তখনই চলিয়া আসিয়াছেন, আপনার ব্যাখস্ত-তৃষিত-কাতর হৃদয়ের বেদনাভার বহিয়া আসিয়া নিভৃতে রোদিন । করিয়াছেন। · অঙ্গ-তিনি তেমন সতর্কভাবে স্বামীকে লক্ষ্য করিতে পায়েন নাই-আপনার SYB S DBDBD TDDDDS BBB DBB S DD DBBDB সুপ্ত পতিকে দর্শন * করিতেছিলেন-আপনার বেদনায় আপনি ব্যথিত হইতেছিলেন। তাই আজি সেই আশঙ্কায়-সেই আশার অবসর আসিয়াছিল। তাই আজ রাজা জাগিয়া পদপ্রান্তে তাহাকে দেখিতে পাইয়াছিলেন । কিন্তু-এত দিন তা আশঙ্কার মধ্যে আশার অবসর ছিল-এতদিন আশার অরুণ-কিরণে বেদনা-যাতনা উদ্ভাসিত হইত। আজ ৰে এক মুহুর্তে সে আশার শেষ আলোকরেখা অন্ধকারে বিলীন হইয়া গেল ! * ... রাজা ত তাহার মনোভাব বুঝিতে পারিলেন না । তাহার হৃদয়-দৰ্পােঙ্গ ত পত্নীর প্রেমবিহ্বলতা প্রতিবিন্বিত হইল না! ভালবাসার কি ভালবাসা চিনিতে বিলম্ব ঘটে ? রাজা যে কেবলই বিস্ময় প্রকাশ করিলেন । : । রাণীর বুক ফাটিয়া যাইতে লাগিল। রাণীর জীবনে ধিকার জন্মিতে লাগিল। কিন্তু দেখিতে দেখিতে অভিম "সেই বিষ্কারকে আবৃত করিয়া ফেলিল। প্রকৃতির সহিত সংগ্রামে কে কবে জয়ী হইতে পারে? যখন বসন্তের প্রারম্ভে পর্ব্বত-সান্বতে সুপ্ত কুসুমের প্রথম নিদ্রাভঙ্গ হয়-কুসুমকোরক কেবল উদ্ভেদোন্মুখ হয়-তখন যদি সহসা তুষারপাত হয়, তবে-কুসুমকোরক সেই তুষারাচ্ছাদনতলে অনাহত ভাৰে অবস্থান করে ; তাহার পর যেদিন তপ্ত তপন-কিরণে তুষােরর শি। বিগলিত হইয়া *ሣo ዋዘርq-- শত ধারায় প্রবাহিত হইয়া যায়, সে দিন কুসুমকোরক বিকশিত হইয়া সাঙ্গদেশে । नवणांबांगक्षांब्र করে । তেমনই হৃদয়ের যে ভাবকে মানুষ । তিরোহিত করিতে চেষ্টা করিয়া মনে করে, সে সফলকাম হইল-সেই ভােব এক দিন অবসর বুঝিয়া আত্মপ্রকাশ করে-তখন মানুষ আর তাহার বিকাশ নিবারিত করিতে পারে না । , তাই তরুণ যৌবনে-প্রথম প্রণয়ৰিকাশকালে তিনি প্রেমসহচর যে অভিমানের ལྷསྒོ་ হইতে দেন নাই-এখন এত দিন পরে সেই অভিমান অবসর বুবিয়া তাহার। স্বাদয়ে আত্মপ্রকাশ করিতেছিল। রাজা জিজ্ঞাসা করিয়াছিলেন “রাণী, কি আধখক ?--সেই কথা রাণীর কর্ণে ধ্বনিত হইতেছিল-সে কথা যেন তাঁহার } ਕਵਿ .