পাতা:আর্য্যাবর্ত্ত (দ্বিতীয় বর্ষ - প্রথম খণ্ড).pdf/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবন্ধে অনেক উপকায় হইবে সন্দেহ নাই। তৎপরে কবিরাজস্থগিরীশচন্দ্র সেন । মহাশয়ের “আয়ুর্ব্বেদের ক্রমবিকাশ", শ্রীযুক্ত আননাথ স্নায় মহাশয়ে “পূর্ববঙ্গের । নদী-পরিবর্তন” শ্রীযুক্ত হরিদাস পালিত মহাশয়ের “পানী কাহিনী ও পঞ্জী বিষয়ক iDS BB DBBSB DBD C BDD BDD DuDLDu SLBDD D L K u DLD DBDEE DBiDiBDDuiS MBB BOu DS BBDB মহাশয়ের প্রবন্ধ পাঠের পর শ্রীযুক্ত রাখালদাস বন্দোপাধ্যায় মহাশয় অক্ষরঅন্তরীকরণ বিষয়ে পরিষদ কিরূপ কার্য্য করিতেছেন তাহা বুঝাইয়া দিয়া সহিদুল্লা মহাশয়ের চেষ্টায় ও হস্ত-ৰ্তাহাকে ধন্যবাদ দিলেন । তৎপরে শ্রীযুক্ত চন্দ্রকিশোর তরফদার মহাশয় “জ্যোতিষিক প্রমাণ “প্রবন্ধ পাঠ করেন । অতঃপর অধ্যাপক শ্রীযুক্ত ললিতকুমার বন্দ্যোপাধ্যায় মহাশয় তাহার ব্যাকরণ বিভীষিকা” নামক প্রবন্ধ পাঠ করেন। ব্যাকরণ কিরূপ অতীষণ মূর্ত্তিতে আধুনিক বঙ্গসাহিত্যকে কম্পিত করিয়া তুলিয়াছে তাহা অতি মধুর অতি প্রাজিল ভাষায় সুবিস্তৃত ভাবে সমবেত সভ্যমণ্ডলীকে ললিত বাবু বুঝাইয়া দিয়াছিলেন । বঙ্কিমচন্দ্রের ও ইন্দ্রনাথের পর আর কেহ এরূপ কশাঘাতের ব্যৰস্থা করিয়াছিলেন। বলিয়া আমার জানা নাই। ললিত বাবুর এই প্রবন্ধ শ্রবণে কেহ কেহ ৰিন্ধক্ত । হইলেণ্ড বাঙ্গালা সাহিত্য বিশেষ উপকার বোধ কৱিবে । ললিত বাবুৱে প্রবন্ধ পাঠের পর পুর্বাহ্রের। কার্য্য শেষ হয়। অপরাঙ্কে পুনরায় সভার কার্য্য আরব্ধ হইল। পূর্বদিনের শেষ গানখানি গীত হইবার পর শ্রীযুক্ত অক্ষয়চন্দ্র মজুমদার মহাশয় ললিত বাবুর প্রতি কটাক্ষপাত । করিয়া কতককগুলি কথা বলেন ও ললিত বাৰু কৈফিয়ৎ দেন। তৎপরে শ্রীযুক্ত গোবিন্দচন্দ্র দাস মহাশয়ের কবিতা উইফুক্ত হেমেজকিশোর , আচার্য্য চৌধুৰী মহাশয় পাঠ করেন । তৎপরে শ্রীযুক্ত শশিমোহন বসাক মহা- ? শয়ের “অদ্বৈত বাদ” পঠিত হয়। সভাপতি মহাশয়ের অনুরোধে মহামহোপাধ্যায় শ্রীযুক্ত প্রসন্নচজ বিভারত্ন মহাশয় একটি বক্ততা প্রদান করেন। তিনি ভাষার ক্রমবিকাশের কথা অতি সুন্দর ভাবে বুঝাইয়া দেন। ইহায় পরে 'তাৱত মহিলা' সম্পাদিকা শ্রীযুক্তা সরযুবালা দত্ত , মহাশয়ার “বঙ্গসাহিত্য ও বঙ্গ নারী” বিষয়ক প্রবন্ধ পঠিত হয়। শ্রীযুক্ত রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহাশয়ের । প্রস্তাবে ও শ্রীযুক্ত ব্যোমকেশ মুস্তফী মহাশয়ের সমর্থনে এই প্রবন্ধ পাঠেত্ব পািৰ । সভাস্থলে মহিলারা প্রবন্ধ পাঠের জন্য সভাপতি মহাশয় : সমবেত সভ্যমণ্ডলীকে । দণ্ডায়মান হইয়া এই মহিলার প্রতি সন্মান প্রদান করিতে বলেন। সকলেই ।