পাতা:অহল্যাবাঈ - মণিলাল বন্দ্যোপাধ্যায়.pdf/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক R হৃদয়ে প্রবল হ’য়ে উঠেছে-ইন্দোরের করদ সামন্ত রাজারা পর্যন্ত মাথা তুলে দাড়িয়েছে। KB SBDB DBDDB BBBD BDBSDDD S DBDOS YDDD কি মন্ত্রীবর ? গঙ্গাধর।া-মা ! এ অবস্থায় ইন্দোরের সিংহাসন শূন্য রাখা কোন ক্রমে DDD DS SBDL BDBS L BB BDB SBD DBED বালককে দত্তক গ্রহণ ক’রে তাকে ইন্দোরের সিংহাসনে স্থাপন করুন; তাহলে আমাদের কোন আশঙ্কার কারণ থাকবে না । অহল্যা -এই প্রস্তাব শোনাবার জন্যই কি আপনি মন্ত্র-কক্ষে এসেছেন ? মন্ত্রি! নিজের পুত্রের ওপর আমি যখন আস্থা স্থাপন করতে পারিনি, তখন রাজ্যের এই সঙ্কটকালে এক জন অপরিচিত অপ্রাপ্তবয়স্ক শিশুকে দত্তক পুত্র ব’লে গ্রহণ করে কিরূপে নিশ্চিন্ত হবো ? না মন্ত্রি তা অসম্ভব ! অভিজ্ঞতার ফলে জেনেছি।--রাজদণ্ড বালকের খেলার সামগ্রী নয় । আশা করি, আপনিও আমাকে সে কার্য্য সাধন করতে কেনমতে অনুরোধ করবেন না । গঙ্গাধর।--আমি আপনাকে অসঙ্গত অনুরোধ করিনি। মা ; ইন্দোরের ভবিষ্যৎ চিন্তা ক'বে ইন্দোরের কল্যাণ কল্পে আমি আপনাকে এ অনুরোধ করেছি।--যে রাজ্যে রাজার আসন শূন্য-সেখানে বিপদ পদে পদে। অসংখ্য শত্রুর লোলুপ দৃষ্টি ইন্দোরের শূন্য সিংহাসনের ওপর পড়ে রয়েছে। শূন্য রাজাসন পূর্ণ করবার জন্যই দত্তক গ্রহণের প্রস্তাব নিয়ে আমি আপনার কাছে উপস্থিত হয়েছি। অহল্যা।--তাই যদি, এ রাজ্যের রাজার আসন শূন্য-সেই জন্যই যদি শত্রুপক্ষের এই উল্লাস তাণ্ডবা-শূন্য সিংহাসন পূর্ণ করবার জন্যই যদি আপনার এই আকিঞ্চন, তাহলে রাজ্যের কল্যাণ্ড, কল্পে-আমাৰ