পাতা:আর্য্যাবর্ত্ত (দ্বিতীয় বর্ষ - প্রথম খণ্ড).pdf/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষ্যৈণী:১৩১৮ সমুদ্র-বক্ষে। : - ১১৩ ৷৷ BBDDBD BBB BE S D BBDBD DDD S DBDBBDDB BDDBS DD S cनई औदनौलंखि-मानव नभांप्यन cगरे ब्रिडन अशडिब्र ब्रश्ट । রেম ও বলিল “এবার বাতাস পূর্ব হইতে বহিবে।” বার্ণার্ড বলিল “না পশ্চিম হইতে ।” পোতাধ্যক্ষ বার্ণাৰ্ড কৃশকায় কর্ম্মঠ ও অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। লোকটি বড় হিসাবী ও সাবধান। তাহার শ্মশ্রুরাজী আচক্ষু | বিস্তৃত। কিন্তু তাহার দৃষ্টি সরল এবং কণ্ঠস্বর কোমল ও স্নেহপূর্ণ। বস্তুতঃ এরূপ বিশ্বাসী লোক সহসা দেখা যায় না । কিন্তু সমুদ্রবক্ষে সে সামান্য কারণেই উদ্বিগ্ন হষ্টীয় উঠে। সমুদ্রবাত্যা সুচক তুফান, ইষ্টেরণ পর্ব্বতের শিরোদেশে প্রবল পশ্চিমাবাতাস-পরিচায়ক লম্বমান মেঘমালা বা পূর্ব হইতে দমকা বাতাসের আবির্ভাবজ্ঞাপক বায়ুমান যন্ত্রের উৰ্দ্ধগামী পারদস্তম্ভ ইহাদেৱ মধ্যে যে কোন একটি তাহায় উৎকণ্ঠার ও অধৈর্য্যের কারণ हेम्ना *८फू । 羽 সে যাহা হউক, বার্ণার্ড সুদক্ষ নাবিক, সর্বদা পরিদর্শনকার্য্যে নিরত এবং অতীব পরিচ্ছন্নতাপ্রিয়। সে জাহাজের পিত্তলাংশে জলবিন্দুমাত্র পড়িলে তৎক্ষণাৎ তাহা মুছিয়া না ফেলিয়া ক্ষান্ত হয় না । বার্ণার্ডশ্যালক রেমণ্ড বলিষ্ঠাকায় পুরুষ। তাহার বর্ণ কিঞ্চিৎ মলিন এবং বদনমণ্ডল গুম্বফ নুশোভিত । সাহসে, প্রভুপারায়ণতায় এবং অক্লান্ত পরিশ্রমে সে বীর্ণাডের সমকক্ষ, কিন্তু ভগিনীপতির ন্যায় সে অস্থিরমতি নহে এবং সহজে ভীত হইয়া পড়ে না। সমুদ্রের আকস্মিক বিশ্বাসঘাতকতায় সে অধিকতর অভ্যন্ত । বার্ণার্ড, রেমণ্ড ও বায়ুমান যন্ত্র এই তিনে প্রায়ই বিরোধ উপস্থিত হইয়া এক অপূর্ব্ব কৌতুক নাট্যের অভিনয় হইয়া থাকে। ইহার মধ্যে বিজ্ঞতম অভিনেতাটি বাকুশক্তি-বিরস্থিত । DDDSDBDB KKKBB uDuBDDS BBBS BDDL S DBBSYSA ASuDuDS আমাদের জাহাজখানি বেশ চলিতেছে।” “আমরা ইতোমধ্যে লে সালেশ উপসাগর এবং লে গেরূপ অতিক্রম করিয়া জলপৃষ্ঠের সহিত সমতল গ্রো নামক অবন্ধুর প্রস্তরময় অন্তরীপের নিকটবর্ত্তী হইতেছিলাম। এখন সমগ্র আল্পস পর্বতশ্রেণী আমাদের নয়নপথে পতিত হইল। দেখিয়া মনে হইল, যেন প্রস্তরীভূত বিপুলকায় তরঙ্গরাশি সাগর গ্রাসে সমুদ্যত। তুষারমণ্ডিত চুড়াগুলি বাস্তবিকই ঘনীভূত শ্বেতবর্ণ ফেনপুঞ্জের ন্যায় মনে হয়। পশ্চাদ্ভাগে C