পাতা:আশুতোষ স্মৃতিকথা -দীনেশচন্দ্র সেন.pdf/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ لا هي ] . পর আমার যে এক অসাধারণ আকর্ষণ আসিয়াছিল, তাহ দিন দিন বৃদ্ধি{াপ্ত হইয়া আমাকে আপনার একান্ত অনুরাগী করিয়াছে,—এই সুদীর্ঘকাল mপনার সহিত সংশ্রবে থাকার দরুণ সেই অনুরাগ আপনার গৌরবের সহিত আমাকেও গৌরবান্বিত ও উৎসাহিত করিয়াছে। আপনার উত্তরোত্তর তিভার বিকাশ আপনাকে ধন্য ও সাফল্যমণ্ডিত করিয়াছে। বঙ্গবাণীর নকট আপনার মহাদান চির-সমুজ্জল ও মহিমামণ্ডিত থাকিবে। “আপনি বঙ্গবাণীর প্রকৃত বরপুত্র, আপনার প্রতি গ্রন্থে স্বদেশ-প্রেম এবং |ঙ্গলায় অক্ষয় গৌরব উজ্জল ভাষায় চিত্রিত হইয়াছে। এ কারণ আপনার গ্রন্থ এত মধুর, এত সুললিত এবং এত চিত্তাকর্ষক,-যখনই পাঠ করি, আত্মবস্মৃতি হইয়া যাই। আমার এই দীর্ঘ রোগ-শোকের মধ্যেও যখনই আপনার গ্রন্থ পাঠ করি, এক অজ্ঞাতপুর্ব আনন্দ অনুভব করিয়া থাকি। অবশ্য একথাওঁ লিতেছি, আপনার এই মহাগ্রন্থে যে সকল স্বাধীন মত আলোচনা করিয়াছেন, কিল বিষয় আমার মতের সহিত মিল না হইলেও আপনার এই অসাধারণ কার্য্যের জন্য আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করিতেছি এবং এই মহাগ্রস্থ প্রকাশের জন্য অভিনন্দন করিতেছি । শ্রীনগেন্দ্রনাথ বসু ( বিশ্বকোষ-সম্পাদক ) Shamsul Ulama Dr. M. Hidayat Husain, late Principal aleutta Madrasah, (Royal Asiatic Society of Bengal, lst Sept. 1936). is a Dr. Dineshchandra Sen's great work "Brihat as ' " lll ! ** * 21 dous achievement of which the whole of the Bengali ople including Hindus and Muslims should be proud. He is Pioneer in the field and has unfolded treasures of informati Oll '*'rding the political, social, religious and cult 1 ral aspects of e history of Bengal, which throw very valuable light on 1 ts ዄቆ•