পাতা:আর্য্যাবর্ত্ত (দ্বিতীয় বর্ষ - প্রথম খণ্ড).pdf/২৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিৰ্ধারিত ছিল ; ; এবং ৫ জন কর্ম্মচারী প্রত্যেক বিভাগের যাবতীয় কার্য্য পরিচালনা করিতেন। এই ছয়টি বিভিন্ন বিভাগের পরিচয় নিয়ে প্রদত্ত হইল - ( ৯, ) জলযুদ্ধ বিভাগ। একজন সেনাপতি ও অন্য চারিজন কর্ম্মচারী এই বিভাগের উপর কর্তৃত্ব করিতেন। ( ২ ) বুদ্ধের জন্য রসদ সংগ্রহ ও বহন বিভাগ। এই বিভাগীয় কর্ম্মচারিKKS rDBK gt DBBD BDBBDDBDD S ( ৩ ) পদাতিক সৈন্য বিভাগ । ( ৪ ) অশ্বারোহী সৈন্য বিভাগ । ( ৫ ) রাণ-রথ:বিভাগ । ( ৬ ) রাণ-হস্তী বিভাগ । সৈন্যগণ সাধারণতঃ ধনুর্ব্বাণ, ঢাল ও তরবারি লইয়া যুদ্ধ করিত। শত্রুপক্ষ অধিকতর নিকটবর্ত্তী হইলে, যোদ্ধাগণ দুই হস্তে আসি চালনা করিত। যুদ্ধরথে সারার্থী ব্যতীত, দুইজন রার্থী এবং রণ-হস্তীতে মাহুত ব্যতীত তিন জন যোদ্ধা অবস্থিতি করিত । তৎকালে হস্তীই রােজ্যাদিগের প্রধান বল ছিল। হস্তী ভিন্ন কোন যুদ্ধই প্রায় সংঘটিত হইত না। চাণক্য লিখিয়াছেন, রাজার যুদ্ধজয় প্রধানতঃ হতীয় উপরেই নির্ভর করে । এই জন্যই তিনি নিয়ম করিয়াছিলেন যে, হস্তীবিনাশকারীর প্রাণদণ্ড হইবে । অশোকের সৈন্যবল কিরূপ ছিল তাহা তাহার অনুশাসন হইতে জানা যায় না। তবে কলিঙ্গ জয়ের সময়ে,-“ একশত পঞ্চাশ হাজার লোক বন্দী হয়, লক্ষ লোক তথায় নিহত হয় এবং উহার অনেক গুণ লোক ( সেই সময়ে ) মারা যায়”-ইত্যাদি বিবরণ অনুশাসনে পাঠ করিলে মনে হয়। অশোকের সৈন্যবল বড় সাধারণ ছিল না। YYLYY BDDDDB DBBDB BDBDBYD iB SLLBBBD DB S DDD সাতিশয় কঠোর ভাবে রাজ্য পরিচালনা করিতেন । তাহার ফলে এবং দেশের জনসাধারণ মিতাচারী ও স্বধর্ম্মপরায়ণ ছিল বলিয়া, রাজ্যে দামুতষ্কারাদির উপর্যন্ত্রৰ firea otta Rcy asfare cats. &etris (roo Drachmai) wffy চুক্টি হয় নাই; অথচ তৎকালে পাটলিপুত্রের জনসংখ্যা প্রায় চারি লক্ষ ছিল। ". কোন ব্যক্তি অন্ত লোকের:অঙ্গহানি করিলে, সেই অপরাধী ব্যক্তিরও