পাতা:আর্য্যাবর্ত্ত (দ্বিতীয় বর্ষ - প্রথম খণ্ড).pdf/৩০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Re: ལྷ་སོ་སོ་ཡབ་ཀྱི་སོན་རྗེ་གmi t་

cनरेिम चाबि अप्नक কার্যকর্ম্মে ব্যন্ত থাকিলেও মাঝে মাঝে সেই করুণ । রাগিণীর উচ্চ ঝঙ্কায় আমার প্রাণে যেন ছুরির দাগ বসাইতেছিল। রাত্রিতে। ঘুমের ঘোরে ও শুনিতে লাগিলাম,-“তুমি আমার মা, তুমিই আমার ভাই, :

BDDD BD DDB S BDBDBBD DB D BBD DDBDBS BBuBD DBDBDYS বাবু-উহুঃ, উহুঃ বড় ব্যাথা । একটু আস্তে, বাবুজী, বড় ব্যাথা।” রাত্রিতে DBDD BBDB BDDBDBD DBuD BBDBBDBSBDBD SBDuDuBDSDBDBD অৰ্দ্ধোচ্চারিত নিদ্রালস-কণ্ঠে বলিয়াছি,-“ভয় কি, ভাই ! এই যে আমি।” কতবার ঘুম ভাঙ্গিয়া গিয়াছে, ৰিছানায় বসিয়া মনে করিয়াছি—আজি ভাল কাষ করি নাই ; অনাথ বিপন্নকে ভৎসনা করিয়া ভাল কায করি নাই। দশ বৎসর পূর্বের সেই ঘটনা,-একখানি এমনই মুখের ছবি, একটী এমনই করুণ বেদনাজড়িতকণ্ঠের অভিমানোচ্ছিসিত বাণী যেন কর্ণে শুনিতে পাইলাম,-“উহু, দাদা ! दड़ याथा. बख़् व्नाा (छ।” কি একটা অব্যক্ত যাতনায় বুকের ভিতরটা ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল ; বাকি রাত্রিটুিকু আর ঘুম হইল না। বিছানায় পড়িয়া এ পাশ ও পাশ করিতে করিতে আবার তন্দ্র আসিল ; অহা সেই সরল সুন্দর মুখখানি, পরিষ্কার বড় বড় টানা-টানা জলভরা চোক, আর লম্বা লম্বা কাল ঘন চুল ! বলিতেছে-দাদা ! বড় ব্যাথা, বুকে নাও।” তাহার পর প্রতিদিন সেই রোগীকে দেখিতে যাই,-হঁাসপাতালের কাব্য থাকিলে ত যাই-ই, আবার কোন কায না থাকিলেও বাসায় বসিয়া পরীকুৎসা করার চেয়ে,-সমাজ-নীতির, রাজ-নীতির প্রবল তর্কে ঘরের কড়িকাঠ। ভাঙ্গিয়া । ফেলার চেয়ে, গোলদিঘীতে অসংখ্য জনস্রোতের মধ্যে বেড়াইতে গিয়া বিষম ধাক খাওয়ার চেয়ে, হাসপাতালের নির্জন গৃহে, দীনহীনের শয্যাপার্থে বসিয়া একটি পরিত্যক্ত গৃহ-প্রাতাড়িত পীড়িতের দুঃখ-কাহিনী শুনিতে আমার প্রাণের ভিতর বেশী আগ্রহ হইত । . . প্রত্যহ বৈকালে একটা নির্দিষ্ট সময়ে আমি তাহাকে দেখিতে যাই, } পরা পর্য্যন্ত তথায় থাকিয়া বাসায় ফিরি। তাহার পা এখনও কাটা হয় নাই, সে একটু সুস্থ আছে, আজকাল সে বুকে একটু বল পাইয়াছে। তাহার মুখে, তাহার স্বদেশের, তাহার গৃহস্থালীর সমস্ত খুঁটি-নাটি শুনিতে বড় করুণ, বড়ই মর্ম্মস্পর্শী। সে এখন মৃত্যুর নিকটবর্ত্তী, হয় তা আর ইহজীবনে তাহাকে স্বদেশে *:ফিবিতে হইবে না, তাহার জন্মভূমিকে সে আর দেখিতে পাইবে না-এইরূপ