পাতা:আর্য্যাবর্ত্ত (দ্বিতীয় বর্ষ - প্রথম খণ্ড).pdf/৩২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯২ - আর্য্যাবর্ত্ত কেৰ । ২য় বর্ধ-৪র্থ সংখ্যা + আনুমানিক বলিয়া নির্দেশ করা যাইতে পারে। পঞ্জীর মতে তৎপরে শোভন ব: শিবদেবের রাজত্বের দ্বিতীয় বর্ষে রক্তবাহু নামক এক যাবনরাজ পুরী আক্রমণ করায় জগন্নাথদেবের মূর্ত্তি দক্ষিণদেশে শোণিপুরে স্থানান্তরিত ও মৃত্তিকামধ্যে প্রোথিত হয়। ১৪৪ বৎসর পরে মহারাজ যযাতি মূর্ত্তি উদ্ধার করিয়া আনিয়া তাহার রাজত্বের ত্রয়োদশ বর্ষে ৩৮ হাত উচ্চ এক মন্দির নির্ম্মাণ ও তা হাতে বিগ্রহের পুনঃ প্রতিষ্ঠা করান। যযাতি দ্বিতীয় ইন্দ্রদ্যুম বলিয়া উল্লিখিত । শ্রীকালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় । সমালোচনা ৷ 名米名 ব্যবহারিক কৃষি-দৰ্পণ |* mumgmma o sama সে বড় লজ্জার কথা-যে দেশের জনসংখ্যার মধ্যে শতকরা প্রায় ৮০ জন কৃষিজীবী, সে দেশের কৃষিকার্য্যের উন্নতিকল্পে সেই দেশের লোকই এত SDD DDD BDBD BBDDYSDD BBSBBDB DBBD DBBD DBD KBD ফেলিয়া বৎসরের প্রথম হইতে শেষ পর্য্যন্ত দিবারাত্র সমানে একটানা হাড়ভাঙ্গা পরিশ্রম করিয়া দশের অন্নসংস্থানের জন্য প্রাণপাত করে, সেই দেশের কৃষকরাই দুর্ভিক্ষপীড়িত হুইয়া সর্ব্বাগ্রে যমালয়ের পথ দেখাইয়া দেয় ; সে বড় দুঃখের কথা-যাহারা আমাদের সমাজের মেরুদণ্ডস্বরূপ, আমাদের অন্নদাতা, আমরা তাহাদিগকেই ঘূণার চক্ষুতে, অবজ্ঞার ভাবে দেখিয়া থাকি ! তাই দেশে কৃষি সম্বন্ধীয় কোনরূপ আলোচনা হইতে দেখিলে আমাদের মনে আনন্দের উদয় হয়, আমাদের ক্ষুদ্র ক্ষমতাটুকু কেন্দ্রীভূত করিয়া সেই আলোচনায় যোগদান করিতে ইচ্ছা করে । মেডিক্যাল নর্শরীর সুযোগ্য অধ্যক্ষ কবিরাজ শ্রীযুক্ত হেমচন্দ্রদেব মহাশয় ‘ব্যবহারিক কৃষি-দৰ্পণ” অভিধেয় একখানি বহু গবেষণাপুর্ণ পুস্তক -ത്തു uS D BB BBtLLtSiBDDBD DDDuD BD DBiBBB DD প্রকাশিত। , , . . . . । भूल) २॥० फ्रैंक।