পাতা:আর্য্যাবর্ত্ত (দ্বিতীয় বর্ষ - প্রথম খণ্ড).pdf/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রাবণ, ১৩১৮ । नभicव्गोष्मा । ২৯৭ প্রদেশের অন্তর্গত প্রতাপগড় নামক স্থানের সরকারী কৃষিক্ষেত্রে মরিসিস আকের চাষ হওয়ায় আশাতীত ফল-লাভ হইয়াছে। আমরা স্বয়ং সেই কৃষিক্ষেত্র পরিদর্শন করিয়াছি। তদ্ভিন্ন সরকারী অন্যান্য ক্ষেত্রেও যাভ ইক্ষু বেশ সন্তোষজনক রূপে জন্মাইতেছে। মিষ্টাবর্গের মধ্যে তালের গুড় বা চিনির নামোল্লেখমাত্র নাই। দক্ষিণ ভারতে প্রচুর পরিমাণে তালের গুড় ও চিনি প্রস্তুত হইয়া থাকে। রবারবর্গ সম্বন্ধে আমাদের বিশেষ কিছু বক্তব্য নাই, 'তবে রবার প্রস্তুতি-প্রণালী ভাল করিয়া বর্ণনা করা হয় নাই ; অধিকাংশ সময়েই যে, ফট কিরী দিয়া রবারের রস গাঢ় করিতে হয়, এ কথাও লিখিত হয় নাই। সুত্রবর্গের মধ্যে কার্পাস অতি সুলিখিত প্রবন্ধ, তবে কার্পাসের চিরশত্রু কীটাদির বিষয় অতি সংক্ষেপে আলোচিত হইয়াছে। বিছুতী, আনারস, বেড়েলা, চাড়স প্রভৃতির আলোচনা আর ও সংক্ষেপে করিয়া, পাট, শোন, তিসি প্রভৃতি মূল্যবান সুত্রসম্বলিত গাছের চাষের বিষয় অধিকতর বিস্তৃতভাবে লিপিবদ্ধ হওয়া উচিত ছিল । আমরা একে একে অনেক কথার আলোচনা করিলাম। পুস্তক খানি মকৃহৎ, বহু তথ্যে পূর্ণ। ইহার সকল কথার সমালোচনা অসম্ভব, সংক্ষেপে দুইচারি কথা মাত্র বলিলাম। শুদ্ধ কৃষিবিষয়ক নহে, প্রসঙ্গক্রমে পুস্তকমধ্যে লেখক অন্যান্য নানা বিষয়ের গবেষণা করিয়াছেন । পুস্তক পাঠ করিয়া আমরা বুঝিয়াছি, তিনি দেশের জন্য নানা বিষয় চিন্তা করেন । অর্থনীতি ও সমাজনীতি ও তাঁহার চিন্তার বিযয় । তিনি পুস্তকের নানাস্থানে ঐ বিষয়ে চিন্তাশীলতার পরিচয় প্রদান করিয়াছেন । তিনি একস্থলে লিখিয়াছেন,- “কল ছাড়িয়া হস্ত প্রস্তুত দ্রব্য ব্যবহার করিতে হইবে, কারণ যন্ত্রবলে বহু লোকের BBDB BDYJDBEBDBB DS S BDS BDLDD DDE BDS KDBDS SDBDBBDB LDS লোকসংখ্যাবহুল দেশ, কাণ ছাড়িয়া হস্তপ্রস্তুত দ্রব্য ব্যবহার করিলে এই সকল । দুঃস্থ লোকের অন্নসংস্থান হইতে পারে, অপরস্তু হস্তপ্রস্তুত দ্রব্যের উপর অসম • প্রতিদ্বন্দ্বিতাবশতঃ শুস্ক না বসিলেও বসিতে পারে।” ইহাই অর্থনীতির একটি কঠিন সমস্যা। অনুেকে লেখকের মতাবলম্বী না হইতে পারেন ; কিন্তু ইহাই যে আমাদের বিশেষ ভাবিবালি কথা সে বিষয়ে সন্দেহ নাই। আবার তিনি অন্যত্র লিখিয়াছেন,-“সর্ব্ববাপেক্ষা মহাপাপ অর্থপণে পুত্র বিক্রয় করিতেছি। দুঃস্থ কন্যাভারাক্রান্তগণকে নির্ম্মম হৃদয়ে উৎপীড়ন করিতেছি। মহাপাপের ফলস্বরূপ প্রথম যৌবনেই কতকগুলি আপোগণ্ডভারাক্রান্ত পলিতনতশির বাৰ্দ্ধক্যের বেশ ধারণ করাইতেছি।” শেষের কথাগুলির LOOSDD BDDDB DBBD K EBBDS SBD DBBDD DBBBBtDS DS gg সকল উক্তি লেখকের অন্তরের অস্তিস্তল হইতে বাহির হইয়াছে। বাস্তৰিকই भcन श्न, डिनि cलcलंब्र ७ जभाखद्ध श्icथ धिम्रभा।