পাতা:আর্য্যাবর্ত্ত (দ্বিতীয় বর্ষ - প্রথম খণ্ড).pdf/৩৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্রবময়ী চণ্ডালিনী। YKLD SBBDBDB DD BBDBD DD BK DDDD DBDS DBDBD Y বিশেষ ব্যস্ত। কিন্তু দুই একটা গরীব দুঃখী সামান্য লোকের কথা ইতিহাসে থাকিলে ক্ষতি কি ? “সমরু বেগমের’ ইতিহাস বা কাহিনী আর্য্যাবর্ত্তে প্রসিদ্ধি লাভ করিয়াছে, আজিও সৰ্দ্ধানায় গেলে, মুসলমান-গ্রীষ্টান-মণ্ডলী দেখিয়া বিস্মিত হইতে হুয়। আমার দ্রবময়ীর পৌত্র বর্তমান ; সেই দ্রবময়ী ও তাহার শিশু পৌত্রের কথাই বলিতেছি। ইতিহাসে ক্ষুদ্রের স্মৃতিচিহ্ন থাকিলে ইতিহাসের কলঙ্ক হয় না । বৰ্দ্ধমান জেলার কালনা বিভাগের মধ্যে মহম্মদ আমিনপুর পরগণায় উটুরো বা আবাজী দুর্গাপুর একখানি অতি ক্ষুদ্র গ্রাম । গ্রামে কেবল মুসলমান ও চণ্ডালের বাস। গ্রামখানি আমাদের হুগলী জেলার ৩২০ নং তৌজির একখানি ছিট মহল। ৩২০ নং তৌজিতে আমার পত্তনী স্বত্ব । আমি ১৮৮৮ খৃষ্টাব্দে এই পত্তনী লই । সে আজি ২৩ বৎসরের কথা । আমাদের কাগজে ৬/ বৈকুণ্ঠ সর্দারের নামে ২০/০ জমা এখনও চলিতেছে। বৈকুণ্ঠ সর্দার চণ্ডাল। সে গ্রামের একজন খোদকস্ত প্রজা এবং চৌকীদার ছিল। বৈকুণ্ঠের মৃত্যুর পূর্বে বৈকুণ্ঠের পুত্র একটি শিশু সস্তান রাখিয়া পরলোকগত হয়। ৩৫.৩৬ বৎসর হইল, বৈকুণ্ঠের মৃত্যু হইয়াছে। তখন তাহদের সংসারে ब्रशिक्ष -శాణిగి স্ত্রী দ্রবময়ী ও তাহার শিশু পৌত্র। রঙ্গলাল । রঙ্গলাল এখনও জীবিত আছে। ৩০.৪০ বৎসর পূর্বে, দেশে দ স্ন্য তস্কর বিস্তর ছিল। বিশেষ আমাদের হুগলী জেলার উত্তরাংশ ও বৰ্দ্ধমানের দক্ষিণাংশ একরূপ অরাজক ছিল বলিলেও চলে। চিতের মারি পুকুর, সরালের দীর্ঘী, উচালনের দীর্ঘী বাবরাকপুরের দীর্ঘী-এই সকল স্থানে দিনের বেলায় সামান্য লাভের লোভে দাসু্যরা নরহত্যা করিত। তখন চৌকীদারি একটা ‘সত্যিকার’ কার্য্য ছিল। এখনকার দিনের মত সোমবারে সদরে হাজিরা দিয়াই চৌকীদারেরা নিশ্চিন্ত থাকিতে পারিত না । বৈকুণ্ঠ একজন নামডাকে পরিচিত সর্দার ছিল। তাহার মৃত্যুতে কে