পাতা:আর্য্যাবর্ত্ত (দ্বিতীয় বর্ষ - প্রথম খণ্ড).pdf/৩৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NOS) আর্য্যাবর্ত্ত । & Trio, et RN1 বারিরাশির দ্যায় সে ক্ষয় অনুভূত হইল না। এদিকে রাজপুত সৈনিকদল ক্রমেই সংখ্যায় কমিতে লাগিল । মধ্যাহ্ন। অতীত হইয়া গেল । রাজা চারিদিকে চাহিয়া দেখিলেন, আর অধিকক্ষণ সংগ্রাম অসম্ভব। তিনি বেগে অশ্বচালনা করিয়া শক্রর সম্মুখীন হইলেন। শক্রদল তঁহাকে বেষ্টিত করিল। বিষম যুদ্ধ চলিতে লাগিল। অল্পক্ষণ যুদ্ধের পর রাজা বুঝিলেন, তঁহাকে নিহত করা মোগলের DBDDBBBB DDYTDBD BBDB DBDD BDBBD BYYSS DBD DDD মনে হাসিলেন,-যে জীবন বিসর্জন করিতেই আসিয়াছে, মৃত্যু ব্যতীত আর কে তাহাকে বন্দী করিতে পারে ? তিনি শক্র-বুহ-মধ্যে প্রবেশ করিলেন । আরও কিছুক্ষণ যুদ্ধ চলিল। রাজার দেহ শোণিতস্রাবে ক্রমেই নিস্তেজ হইয়া পড়িতে লাগিল । তিনি বুঝিতে পারিলেন, এ অবস্থায় অল্পক্ষণের মধ্যেই শক্রির বন্দী হওয়া অনিবার্য্য। তিনি মুহূর্ত্ত চিন্তা করিলেন ; তাহার পর যে প্রভু ভক্ত, সুশিক্ষিত সৈনিকগণ র্তাহাকে ঘিরিয়া ছিল, সেই অল্পায়মান সৈনিকদলকে সময়োপযোগী আবশ্যক আদেশ প্রদান করিলেন। বিদ্যুদ্বেগে শত্রুবৃহ ভেদ করিয়া রাজপুত সৈনিকদল রাজাকে লইয়া বাহির হইয়া গেল, তাহার পর পরিচিত পার্বত্য পথে বিদ্যুতেরই মত মিলাইয়া গেল। মোগল সৈনিকগণ তাহাদিগের অনুসরণ করিতে পারিল না ; সে পথ তাহাদিগের একান্ত অপরিচিত। শেষে তাহারা দূতের নির্দেশমত अर्थ नशब्रांख्यूिएथ 5लिल। cल १थ हौर्थ ७ नक्bनकूण। সেতুমুখে অজয় সিংহ একদল সৈনিকসহ অপেক্ষা করিতেছিলেন। মধ্যে মধ্যে রণক্ষেত্র হইতে দূতমুখে সংবাদ আসিতেছিল ; সে সংবাদ। আশাপ্রদ নহে। তিনি নানা অমঙ্গলের চিন্তায় কাতর। সম্মুখে প্রান্তর ;-পশ্চাতে সেতু, স্তম্ভচ্ছেদনহেতু দুর্বল। একবার পশ্চাৎদিকে চাহিয়া অর্জয়সিংহ দেখিলেনমন্দিরের বৃদ্ধ পুরোহিত সেতু অতিক্রম করিয়া আসিতেছেন। অজয় সিংহ বিন্মিত হইলেন । বৃদ্ধ নিকটে উপনীত হইলে অজয় সিংহ প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলেন, “আপনি কোথা হইতে আসিলেন?” : BBDBDBD DBBBBS SiDD BB TDB DDD DBDBDD EDBDD DBDS ধানীতে আসিতেছিলাম। পথে এই সংবাদ পাইয়া দ্রুত আসিয়া উপস্থিত हदेहि। 6भब ज९बाँप कि ?” 鸭