পাতা:আর্য্যাবর্ত্ত (দ্বিতীয় বর্ষ - প্রথম খণ্ড).pdf/৩৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

oSb- আর্য্যাবর্ত্ত । ” RTV, en TeVT | প্রথম চন্দ্রগুপ্তের সহিত লিচ্ছবিকািন্ত কুমারদেবীর পরিণয় সম্পন্ন হইবার পর হইতেই নুতন রাজ্যের আকার বৃদ্ধি পাইতে লাগিল ; একে একে ক্ষুদ্র শংকরাজ্যগুলি নবপ্রতিষ্ঠিত রাজ্যভুক্ত হইয়া গেল, পশ্চিম সাগরতীরে সৌরাষ্ট্র মাত্র আর্য্যাবর্ত্তে সদ্ধর্ম্মের একমাত্র আশ্রয়স্থল হইয়া রহিল। ক্রমে তীর্থযাত্রিগণেরও সংখ্যার অত্যন্ত হ্রাস হইল। পাটালীপুত্রে লিচ্ছবিDB BBDB Lsg DDD DBDBD BBBDDBDDBS BB DBDDDD BDBB LBDD করিতেছিলেন, তখন আর্য্যাবর্তে সদ্ধর্ম্মের অবস্থা অত্যন্ত শোচনীয় ; যে কয়েকজন ভিক্ষু ভিক্ষোপজীবিকা অবলম্বন করিয়া বনমধ্যস্থ সজঘারামে বাস করিতেছিলেন। তঁহাদিগের এক মুষ্টি অন্নের সংস্থানও অসম্ভব-প্রায় হইয়া উঠিল। সমুদ্র গুপ্তের পর চন্দ্রগুপ্ত সিংহাসনে আরোহণ করিয়াই আনর্ত্তে ও সৌরাষ্ট্রে শিকাধিকার লোপ করিলেন, ভারতে শকাধিকারের শেষ চিহ্ন পর্যন্ত বিলুপ্ত হইল, কামরূপ হইতে সিন্ধুতীয় পর্যন্ত সমগ্র আর্য্যাবর্ত্ত তাহার পদানত হইল ও দক্ষিণে নীল গিরি। পর্য্যন্ত দক্ষিণাপখবাসী রাজগণ র্তাহার চক্রবর্ত্তিত্ব স্বীকার করিলেন । মোর্য্য সাম্রাজ্যের ধ্বংসের পর উত্তরাপথে এরূপ বিশাল সাম্রাজ্য আর দেখা যায় নাই। কিন্তু গুপ্ত সম্রাটগণের অধীনে তথ্যাগতের ধর্ম্ম দিন দিন ক্ষীণতর হইতেছিল। DDDBB DDD S DDBDBDB DBBDDBB HuD MLBK BDB DD DES সুদূর অতীতে শকজাতির আক্রমণ সকলে বিশ্বত হইয়া গিয়াছিল। শাকগণও আর্য্যাবর্তের আচার ব্যবহার, ধর্ম্ম ও ভাষা অবলম্বন করিয়া, আর্য্য জাতির সহিত মিশ্রিত হইয়া গিয়াছিল। কেহই ভাবে নাই যে, প্রবল SuDuDS Ts BDDD HBDD S DDDBBB BBYt DBBB LDDD কর্তৃক আক্রান্ত হইবে। মরুপ্রান্তে তুষারময় উত্তরে বর্বর জাতির অশ্বাপদশব্দ শ্রত হইল। সহস্ৰ সহস্ৰ-লক্ষ লক্ষ হুণ অশ্বারোহী মরুভূমি হইতে বহির্গত হইয়া বাহালীক ও কপিশা আক্রমণ করিল, ধুলিমুষ্টির ন্যায় সেই প্রবল ঝটিকার সম্মুখে গান্ধারের কুষাণ রাজ্য উড়িয়া গেল, গান্ধারের ও উস্তানে শকজাতীয় সামন্ত রাজগণ কুণ আক্রমণ প্রতিরোধের চেষ্টাও করিল। না। এই সময়ে পাটালীপুত্রে চন্দ্রগুপ্তের দেহাবসান হইল। প্রৌঢ় কুমার গুপ্তের উপরে এই বিশাল সাম্রাজ্যের শাসনভার অর্পিত হইল। মগধে BDBB DBDDDBB LLLLS DiDBBDDSBDD BBDD DBDBDBDBSrBYY Diu BB DDD পঞ্চনদ, কাশ্মীর, দরদ ও খসদেশ শর্ম্মানে পরিণত করিতেছে। কুণগণের