পাতা:আর্য্যাবর্ত্ত (দ্বিতীয় বর্ষ - প্রথম খণ্ড).pdf/৩৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪৬ আর্যাবর্ত্ত। ২য় বর্ষ ৫ম সংখ্যা । যাইতে লাগিল। হতাশার ঘন-কৃষ্ণ মেষে ভবেন্দ্রবাবুর গৃহ-প্রাঙ্গণ অন্ধকার হইয়া গেল । তখন সুশীলার সখী সুন্দরী ইন্দুলেখা এই হতাশা-ঘনাচ্ছিন্ন কৃষ্ণাকাশতলে BrGLDB DBDDBD DBDDBB DBBBBD S SDDDS DBDDDDDB S DBBDS সুশীলার প্রিয়তমা হিতৈষিণী-প্রখরবুদ্ধিশালিনী । ইন্দু বলিল, “সুশীলা, কেঁদে মরুচিস কেন ? আমি এর উপায় কোরে দিচ্চি।” কাতর কণ্ঠে সুশীলা বলিল, “কি উপায়, বোন ?” ইন্দু বলিল, “সে যাই হোক, তোর সঙ্গে গরিবদাসের বিয়ে কিছুতেই হবে না-সে বিষয়ে তুই নিশ্চিন্ত থাক।” ইন্দুর প্রতিভার উপর সুশীলার প্রগাঢ় বিশ্বাস ছিল। সে প্রবোধবাক্যে চক্ষু মাৰ্জনা করিল। তাহার পর দুই সখীতে কি পরামর্শ হইল, জানি না। পরামর্শ:-শেষে কিন্তু সুশীলার স্নানমুখে মধুর হাস্যরেখা ফুটিয়া উঠিল। সুশীলা হাসিয়া সখীকে বলিল, “দুর পোড়ারমুখী।” ( ( ) প্রাতঃস্নাত গরিবদাস স্তুতিপাঠ করিতে করিতে অন্তঃপুরস্থ উদ্যানে পুষ্পচয়ন করিতেছিল,এমন সময়ে কোকিল-বিনিন্দিত কণ্ঠে কে ডাকিল,“জামাই বাবু!” চমকিয়া গরিবদাস মুখ ফিরাইল। হায় হায়! গরিবদাস কি দেখিল । জ্যোৎস্না-ধবলিত শুভ্র মেঘখণ্ডের মত-পুষ্পাভরণভূষিত স্বর্ণব্রততীর মতস্নাবিকরফুল্প প্রস্ফুটিত কমলিনীর মত, মারি মরি, হাস্যপুলকোজ্জল কি স্বৰ্গীয় BBBSgtgBD BBBDBB DBBDD DBDD gDBDDD DDB BD DBD যুবতী কহিল, “কি জামাইবাবু! ই ক’রে দেখােচ কি ? আমি কি সুশীলার চেয়েও সুন্দর ?” গরিবদাস উত্তর দিতে চেষ্টা করিল, পারিল না। ইন্দু তখন গভীর হইয়া বলিল, “সইএর সত্যিই ভাগ্যি ভাল। কি মুখ, কি চোখ, তার উপর ভগবানে এমন ভক্তি, আহা যেন সাক্ষাৎ ঋষি ঋষ্যশৃঙ্গ । জামাই বাবু। সুশীলা আমার সই, সুশীলাকে বড় ভালবাসি, তাই আপনার সঙ্গে যেচে আলাপ কর্ত্তে এসেচি, মুখরা ব’লে ঘৃণা ক’বৃবেন না। আপনি ঋষিতুল্য, আপনার কাছে লজ্জাই বা কি ?” ঋষিতুল্য গরিবদাসের তখন মাথা ঘূরিয়া গিয়াছিল—তিনি সমুদ্রে হাবুডুবু খাইতেছিলেন। সূর্য্যকারস্পর্শগলিত তুষারের ন্যায় ইন্দুর মায়ানেত্রপাতে গরিবদাসের বহুদিবসাভ্যস্ত বাহ কপটতা মুহুর্তে গলিয়া গিয়াছিল ; তাহার স্বাভাবিক দুর্বল হৃদয়ের বাহুভক্তির শুভ্র যবনিকা ক্ষণমধ্যে অপস্থত