পাতা:আর্য্যাবর্ত্ত (দ্বিতীয় বর্ষ - প্রথম খণ্ড).pdf/৩৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Vit, Sov | o NOGY. “তেমনি বারেক যদি টলিল যবন ইংরাজ সঙ্গিন করে ইন্দ্র যেন বজ ধরে ছুটিল পশ্চাতে যেন কৃতান্ত শমন ।” ক্রোধকম্পিত ভবেন্দ্রনারায়ণ আর সহ্য করিতে পারিলেন না। লম্ফ দিয়া তাহার গ্রীবা ধারণ করিলেন এবং “পাষণ্ড, ভণ্ড, কপটী” বলিতে বলিতে নির্দয় পাদুকাঘাতে তাহাকে জর্জরিত করিয়া ফেলিলেন । গরিবদাস অতি প্রবল উত্তেজক প্রয়োগে চৈতন্য-লাভ করিয়া দ্রুতবেগে স্থান ত্যাগ করিল! ) 鲁 米 来源 ১৯শে আষাঢ় তারিখেই সুশীলার বিবাহ হইয়া গেল। কিন্তু বলা বাহুল্য সে রামানাথের সহিত ! সেই হইতে ভবেন্দ্র বাবুরাও ভাবান্তর হইয়াছে। তিনি বুঝিয়াছেন, ধর্ম্ম অন্তরের ; তাহার বাহ আবরণের প্রতি অতিরিক্ত অবস্থা স্থাপন করিলে অনেক সময় ভ্রান্ত হইতে হয়। সুকুমার নষ্ট পিতৃস্নেহ ফিরিয়া পাইয়াছে। শ্রীযতীন্দ্রমোহন গুপ্ত।