পাতা:আর্য্যাবর্ত্ত (দ্বিতীয় বর্ষ - প্রথম খণ্ড).pdf/৪০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

eSDBED ig BDDBDDSSeOeS

: ..".": . ‘’: .." . | - : . .  : "=" = "ج" " == ۔ = “ ۔ ":" . is . . . * . .” “ ” .. .يغ ፯ ፳፭ : · · •ጳ. : s : * VS Si>W :

. ... :: - . . - ".. ." i... " ت ք. " a . পৰ্ব ৬৩ অধ্যায়) এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস দ্বাপরের শেষ ভাগে এবং : কলিযুগের প্রথমেই বর্ত্তমান ছিলেন, তাহার যথেষ্ট প্রমাণ বিদ্যমান। ভারত । যুদ্ধের পরই ইনি মহাভারত রচনা করিয়াছিলেন। আর ভাগবতে স্পষ্টই । লিখিত আছে,-যে দিন শ্রীকৃষ্ণ স্বৰ্গে গিয়াছেন সেই দিনই কলি আরবন্ধ হইয়াছে, পুরাতত্ত্ববিদগণ ইহাই বলিয়া গিয়াছেন (ইতি পাহুঃ পুৱাবিদঃ) । । তবেই সপ্রমাণ হইল, যে সময় ভাগবতে ঐ কথা গুলি লিখিত হয় তাহার ৭ বহু পূৰ্ব হইতেই ঐ মত প্রচলিত ছিল। রাজতরঙ্গিণীকার কঙ্কলণ মিশ্রও । স্বীকার করিয়া গিয়াছেন যে, দ্বাপরান্তেই কুরুক্ষেত্রের যুদ্ধ হইয়াছিল, ইহাই । প্রাচীন মত। সম্ভবতঃ তদানীন্তন পুরাণ ইতিহাস্যাদিতে ঐ কথা উক্ত ছিল। তৃতীয়তঃ কলি আগত দেখিয়াই যুধিষ্ঠির মহা প্রস্থান করেন। ইহাতেই । সপ্রমাণ হইতেছে যে, কুরুক্ষেত্রের যুদ্ধের পর হইতেই কল্যব্দ গণিত হইতে আরম্ভ হইয়াছে। বোম্বাই বিশ্ববিদ্যালয়ের ফেলো শ্রীযুত বৈদ্য প্রতিপন্ন করিয়াছেন যে, খৃঃ পূঃ ৩- ০ ১ অব্দে কুরুক্ষেত্রের যুদ্ধ সংঘটিত হয়। উপনিষদ । (ব্রহ্মতত্ত্ব) নামক পুস্তকে মনস্বী লেখক শ্রীযুত হীরেন্দ্রনাথ দত্ত “জ্যোতির্ষিক প্রমাণে” সিদ্ধান্ত করিয়াছেন যে, “কুরুক্ষেত্রের যুদ্ধ প্রায় ৫• • • বৎসরের थांौन बJiatiद्ध।” এখন দেখা যাইতেছে যে, যুক্তি প্রমাণের উজ্জল আলোকে মহাভারতের প্রাচীনত্বই অনুভূত হইতেছে। সুতরাং আমাদের বিশ্বাস মূল মহাভারত প্রায় পঞ্চ সহস্র বৎসরের প্রাচীন গ্রন্থ । অতঃপর আমরা রামায়ণের রচনাকাল সম্বন্ধে কিঞ্চিৎ আলোচনা করিব । শ্রীশশিভূষণ মুখোপাধ্যায়।