পাতা:আর্য্যাবর্ত্ত (দ্বিতীয় বর্ষ - প্রথম খণ্ড).pdf/৪৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

BBBS LLLLttt L S SSS SSBBBLSSS SuS BBe কন্যাটি যখন অষ্টম বৎসরে পড়িল, সেই সময় পিসিমা স্বৰ্গারোহণ করিলেন। পিসিমা'র মৃত্যুর পর রূদ্রেশ্বর কোথাও বেড়াইতে যাওয়া বন্ধ করিল। প্রাতে । ও সন্ধ্যায় সে বৈঠকখানায় বসিত ; অন্য সময় সরফুকে লইয়া কাটাইত। সরযুর সামান্ত অসুখ হইলেই রূদ্রেশ্বর পাগলের মত হইত ; মনে করিত, সয়ন্ত্র বুঝি এইবার পলাইবে, এই বিশাল বিশ্বে সে একান্ত নিঃসঙ্গ হইবে। সরযুৱ খেলার সঙ্গী পিতা, সে কখন পিতাকে পুত্র সাজাইয়া খাওয়াইতেছে, কখন গান করিয়া পিতাকে ঘুম পাড়াইতেছে, আবার কখন বা চক্ষু রক্তবর্ণ করিয়া তাহাকে ধমকাইতেছে। পিতাও শান্ত শিশুর মত সরযুর আদেশ যথাযথ পালন করিত। গভীর রাত্রিতে যখন সরষ্ণু ধাত্রীর কাছে নিদ্রা যাইত, তখন রূদ্রেশ্বর নিজের সেই অযথা ক্রোধের কথা স্মরণ করিয়া বড়ই ক্লেশ পাইত। স্বীয় মুখের জন্য সে বালিকা পত্নীকে কত কষ্ট দিয়াছে। সেই সকল কথা চিন্তা করিতে করিতে এক একদিন তাহার যাতনা এত অসহ হইত যে, নিদ্রিত সরযুকে ধাত্রীর নিকট হইতে আনিয়া সে আপনার সেই যাতনা-পীড়িত বক্ষে স্নেহালিঙ্গন-পাশে বাধিয়া তবে শান্তি পাইত । সরস্ব না। থাকিলে বুঝি রুদ্রেখর পাগল হইয়া যাইত । সরস্তু যখন দ্বাদশ বৎসরে পড়িল, তখন প্রতিবাসীরা উপদেশ দিল, এইবার কন্যাটির সম্বন্ধ দেখুন-আর স্থির থাকা উচিত নহে। সে কথা শুনিয়া রুদ্রেশ্বরের হৃদয় কম্পিত হইল, তবে কি এত দিন পরে সরযু পর হইয়া যাইবে ? এ যে কন্যা - ইহাকে ত পরের হাতে সমৰ্পণ করিতেই হইবে। রুদ্রেশ্বরের মন এত ব্যথিত হইল যে, সে প্রতিবাসীদের কথার কোন উত্তর করিতে পারিল না। তাহারাও তাহাকে নীরব দেখিয়া আর কিছু বলিল না-কে •icब्रश्न कथों जब्रां भाथ। वांभांग्र ? সরযু প্রতি দিনই পিতার সহিত এক পাত্রে আহার করিত। আজ পিতা কিছু খাইতেছেন না দেখিয়া সে বলিল, “আজি কিছু খােচ্ছ না কেন, বাবা ? BB BDBDB BDDB S BDBDDBDB BD DuD D BB DBDB DDB DBDBDD BD চাহিল। পিতার নয়নে অশ্রু দেখিয়া, সরযু ব্যস্তভাবে তাহাকে প্রশ্ন করিল, “একি, তোমার চাখে জল কেন বাবা ? বল ; না হ’লে আমিও খাব না।” তখন রূত্নেশ্বর আপনাকে সামলাইয়া লইয়া ৰলিল, “নারে পাগলি, ও কিছু নয়, তুই খা । ”