পাতা:আর্য্যাবর্ত্ত (দ্বিতীয় বর্ষ - প্রথম খণ্ড).pdf/৪৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

登等、。 "না। আমি খাব না, তুমি আগে বল, কেন তোমার চ’খে জল এসেছিল।” ; : “এইবায় তোর বে দিতে হবে। সরযু এইবার তোকে শ্বশুর-বাড়ী যেতে হ’ৰে। আমি একা থাকবে, -- তাই ভাবছিলাম। আর চ’খে জল আসছিলো। ” ... বুলিতে বলিতে রূদ্রেশ্বরের চক্ষু আবার অশ্রুপূর্ণ হইল । সরয, পিতার দিকে স্থির দৃষ্টিতে চাহিয়া বলিল, “বাবা আমার বে দিও না। আমি বে করবো না।’ ঘালিকার এই কথায় রূদ্রেশ্বর হাসিয়া ফেলিল। কত স্থান হইতে সরযুৱ সম্বন্ধ আসিল, কোনটাই রুদ্রেশ্বরের মনোনীত হইল না । যে স্থানেই ভাল সম্বন্ধ পায়, সেখানেই সে ভয়ে অমত করে, যেন তা'রা সরযুকে বলপূর্বক কাড়িয়া লাইতে আসিয়াছে। অমনোনীত স্থানে দেখাশুনা করিয়া পরে যাহার কাছ হইতে হউক খুঁত শুনিয়া রুদ্রেশ্বর সে সম্বন্ধ ত্যাগ ক’রে ; প্রতিবাসীদের বলে, “কি করবো, ঐ আমার নয়নের মণি যা”র তা’র হাতে তো দিতে পারি নে।” প্রতিবাসীদের ভয়েই যেন রুদ্রেশ্বর সম্বন্ধ দেখিতেছে । প্রতিবাসীদের এরূপ ফাঁকি দিতে দিতে সরযু চতুৰ্দশ বৎসরে পড়িল । তখন রুদ্রেশ্বর দেখিল, তাহার এই অন্যায় মেহে সে আপনি ঠকিতেছে । এ যে রাখিবার নহে ! এ যে চিরদিনের জিনিষ নহে । যাহা হউক শেষে সে স্থির করিল, একটি দরিদ্রের সন্তান দেখিয়া কন্যার বিবাহ দিবে ও তাহাকে ঘর-জামাই রাখিবে ; তাহা হইলে সরস্তু কাছে থাকিবে। এই রূপ স্থির করিয়া রুদ্রেশ্বর সত্য সত্যই সম্বন্ধ দেখিতে লাগিল । এত দিন মিছা অভিনয় চলিতেছিল। প্রথম প্রথম ঘটক-ঘটকী তাহার কথায় বিশ্বাস করিত না, বলিত, “জানি যে সম্বন্ধ আনব, সবই ফিরা’বে ; কেন মিছা হাঁটা হাট।” শেষে অধিক বিদায়ের লোভে তাহারা সম্বন্ধ দেখিতে লাগিল । V) আমতা গ্রামে সরযুর বিবাহের সম্বন্ধ ঠিক হইল। বরের অবস্থা তত স্বচ্ছল নহে । খোড়ো বাড়ী, পিতামাতা ও দুইটি ভ্রাত ; পাত্রটিজ্যেষ্ঠ । এইবার DBDDBBB KY BBS BBLS BD YDBD DDu uBBDB DDD S BDDBtuS DBDD শুনিয়াছিলেন রূদ্রেশ্বরের ঐ এক কন্যা কাষেই চাহিবার প্রয়োজন নাই। পাকা দেখার পূর্বে রূদ্রেশ্বর বলিল, “আমার মেয়েকে বের পর প্রথম পাঠাব, DBDDB YYS BuDSDu KB BDD LBD DS DDB gDBBDB BDBDBS আবার ইচ্ছা করলে, মাঝে মাঝে গিয়ে বাপমা'র কাছে থাকবে। ; এতে যদি মত ফুল্লতা’ হ’লে পাকা দেখবো, না হলে দেখবো না।”