পাতা:বৈকুন্ঠের উইল - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.pdf/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

४:बह्नब्र7हेल 也° বাবাজী, একটি প্রশ্ন করি তোমাকে । বলি হাতের চিল আর মুখের কথা একবার ফসকে গেলে কি আর ফেরানো যায় ? গোকুল হতবুদ্ধি হইয়া কহিল, আজ্ঞে না । নিমাই কন্যার প্রতি চাহিয়া একটু স্নিগ্ধ গম্ভীর হাস্য করিয়া জামাতাকে কহিলেন, তবে ? এই তবে'র উত্তর জামাতা কিন্তু আকাশ পাতাল খুজিয়া বাহির করিতে পারিল না, চুপ করিয়া রহিল। নিমাই ভূমিকাটি ধীরে ধীরে জমাট করিয়া তুলিতে লাগিলেন ; কহিলেন, বাবাজী, তোমরা ছেলেমানুষ দুটিতে যে কান্নাকাটি করে আমাকে এই তুফানে হাল ধরতে ডেকে আনলে-ত হাল আমি ধরতে পারি, ধরুবও ; কিন্তু তোমাদের ত ছট্‌ফট্‌ করলে চলবে না। বাবা। যেখানে বসতে বলব, যেখানে দাড়াতে বলব, ঠিক তেমনি করে থাকা চাই। তবেই ত এই সমুদ্রে পাড়ি জমাতে পারব। বিনোদ বাবাজী হাজারীবাগে ছিলেন, এই ষে সব এলোমেলো কথা যাকে তাতে বলে বেড়াচ্চ এটা কি হচ্চে ? এ যে নিজের পায়ে নিজে কুড়ুল মারা হচ্চে, সেটা কি বিবেচ্য করতে পারুচ না ? পিতার বক্তৃতা শুনিয়া কন্যা আহলাদে গদগদ হইয়া, ফিস ফিস করিয়া বলিতে লাগিল, হচ্চেই ত বাবা । তাইতে ত তোমাকে আমরা ডেকে এনেছি। আমরা কিছু জানি নৌতুমি যা বলবে, যা করবে, তাই হবে। আমরা জিজ্ঞেসা পৰ্যন্ত করব না, তুমি কি করুচ না করুঢ়।