পাতা:বৈকুন্ঠের উইল - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.pdf/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Vs বৈকুণ্ঠের উইল শিবতুল্য মনিব আমার কাদা-কাটা করচেন-আমার কি কোথাও থাকবার যে আছে। তা ছাড়া, দরকার কি আমার ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে ! কিন্তু মা মনু, ছেলেপিলের হাত ধরে যদি পথে দাড়াও-সে ত দাড়াতেই হবে, চোখের উপর দেখতে পাচ্ছি-তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না যে, বাবা একবার ফিরেও তাকালে না । সে বাবা। আমি নই, তা বলে যাচ্ছি-ত মেয়েই হও আর জামাতাই হও । বলিয়া তিনি জামাতার প্রতিই একটা তীব্র বক্র কটাক্ষ করিলেন। কিন্তু সে কটাক্ষ ছেলে ছাড়া আর কাহারও কাজে লাগিল না । তিনি তখন আবার প্রদীপ্ত কণ্ঠে বলিতে লাগিলেন, এখনো বেঁকে বসে নি বটে, কিন্তু বেঁকলে নিমাই রায় কারু নয়। ব্ৰহ্মা-বিষ্ণুরও অসাধ্য-ত তোমরা দুজনে একবার গোপনে ভেবে দেখো । বাবা নন্দদুলাল, আড়াইটে বেজেছে, সাড়ে তিনটের গাড়ীতে আমি যাব। জিনিষপত্র গুছিয়ে নাও-জান ত তোমার বাপের কথার নড়াচড় পৃথিবী উলটে গেলেও হবার যো নেই। বলিয়া তিনি সদৰ্পে ছেলের হাত ধরিয়া মেয়ে জামাইকে ভাবিবার একঘণ্টা মাত্র সময় দিয়া বাহিরে চলিয়া গেলেন । কিন্তু কোন কাজই হইল না। একঘণ্টা অতি অল্প সময়DBD BBBD BBuDBD BDDBS BDDD BuSDDBDD রাগারগি এবং কটুক্তি করিয়াও গোকুলের মুখ হইতে দ্বিতীয় BDiD BDBD DBD DB DS guB iBD DBDD BBB তাহার নিজেরই লজ্জা ও ক্ষোভের সীমা পরিসীমা ছিল না ।