পাতা:কমললতা - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.pdf/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

a না বৈকি। তোমরা সব পারো। ना, ग्वादे व काका श्राद्ध ना । DDB DDBDB DBDS DD DDD BBB BBB D BBS BDBD D DBDD মখের পানে চেয়ে তার দিচোখ ছলছল করে আসে। তারপরে, তার হাতে যখন চিঠির জবাব দিলাম ডাকে ফেলতে, সে বললে, মা, এ চিঠি ডাকে ফেলতে পারবো না-আমি নিজে নিয়ে যাবো হাতে করে। বললাম, মিথ্যে কতকগলো টাকা খরচ করে লাভ কি বাবা ? রতন চোখটা হঠাৎ মাছে ফেলে বললে, কি হয়েচে আমি জানি নে মা, কিন্তু তোমাকে দেখে মনে হয় যেন পৰমাতীরের তলা ক্ষয়ে গেছে-গাছপালা, বাড়িঘর নিয়ে কখন যে তলিয়ে যাবে তার ঠিকানা নেই! তোমার দয়ায় আমারও আর অভাব নেই মা-এ টাকা তুমি দিলেও আমি নিতে পারবো না, কিন্তু বিশবনাথ মখি তুলে যদি চান, আমার দেশের কুড়িতে তোমার দাসীটাকে কিছু প্ৰসাদ পাঠিয়ে দিও, সে বতে যাবে। বলিলাম, ব্যাটা নাপিতে কি সেয়ানা ! শনিয়া রাজলক্ষী মািখ টিপিয়া শািন্ধ একটু হাসিল। বলিল, কিন্তু আর দেরি दF८aा मा, बा९७ । দপারবেলা আমাকে সে খাওয়াইতে বসিলে বলিলাম, কাল পরনে ছিল আটপৌরে কাপড়, আজ সকাল থেকে বাণারসী শাড়ির সমারোহ কেন বলো ত ? তুমি বলো ত কেন ? उमाधि छानि gन्म । নিশ্চয় জানো । এ কাপড়খানা চিনতে পারো ? তা পারি। বামা থেকে আমি কিনে পাঠিয়েছিলাম । রাজলক্ষী বলিল, সেদিন আমি ভেবে রেখেছিলাম, জীবনে সবচেয়ে বড় দিনটিতে এটি পরবো।--তাছাড়া কখনো পরবো না । তাই পরেচো অ্যাজ ? श्ाँ, उाहै अली आछ । হাসিয়া বলিলাম, কিন্তু সে তা হয়েছে, এখন ছাড়োগে ? সে চুপ করিয়া রহিল। বলিলাম, খবর পেলাম তুমি এখনি নাকি কালীঘাটে যাবে ? রাজলক্ষী আশ্চর্য হইয়া কহিল-এখনি ? সে কি করে হবে ? তোমাকে খাইয়ে-দাইয়ে ঘাম পাড়িয়ে রেখে তবে ছটি পাবো। বলিলাম, না, তখনো পাবে না । রতন বলছিলো, তোমার খাওয়া-দাওয়া প্রায় বন্ধ হয়ে এসেছে, শােধ কাল দাৰ্টিখানি খেয়েছিলে, আবার আজ থেকে শহর হয়েছে উপোবাস । আমি কি স্থির করেচি জানো ? এখন থেকে তোমাকে কড়া শাসনে রাখবো, যা খুশি তাই আর করতে পাবে না। (i.