পাতা:কমললতা - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.pdf/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শনিলে প্রতিবাদ করতেই হয়, বলিলাম, এই যে সেদিন বললে আমার অনেক কাজ, এখন থেকে আমাকে অনেক কিছদ করতে হবে ! রাজলক্ষী হাতজোড় করিয়া বলিল, আমার ঘাট হয়েছে গোঁসাই, অমন কৰা আমি কখনো মাখে আনবো না । তবে কি কোনোদিন কিছই করবো না ? কেন করবে না ? কেবল অসংখ বিসখি ক’রে আমাকে ভয়ে আধমরা করে তুলো না, তাতেই তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো । আনন্দ কহিল, দিদি, সত্যিই ওঁকে আপনি অকেজো ক'রে তুলবেন। রাজলক্ষী বলিল, আমাকে করতে হবে না ভাই, যে বিধাতা ওঁকে সন্টি করেছেন, তিনিই সে ব্যবস্থা ক’রে রেখেছেন-কোথাও এটি রাখেন নি । আনন্দ হাসিতে লাগিল, রাজলক্ষী বলিল, তার ওপর এক গোশঙ্কার পোড়ারম্যুখো এমনি ভয় দেখিয়ে রেখেচে যে উনি বাড়ির ব’ার হলে আমার বািক চিপ চিপ করে- যতক্ষণ না ফেরেন, কিছতে নন দিতে পারি দেন । এর মধ্যে আবার গোণাক্কার জন্টলো কোথা থেকে ? কি বললে সে ? আমি ইহার উত্তর দিলাম, বলিলাম, আমার হাত দেখে সে বললে, আমার মন্ত ফাঁড়া -জীবন-মরণের সমস্যা । দিদি, এসব আপনি বিশ্ববাস করেন ? আমি বলিলাম, হাঁ করেন, আলবৎ করেন। তোমার দিদি বলেন, ফাঁড়া বলে কি পথিবীতে কথা নেই? কারও কখনো কি বিপদ ঘটে না ? আনন্দ হাসিয়া কহিল, ঘটতে পারে, কিন্তু হাত গণে বলবে কি দিদি ? द्वाछलक्री दलिल, ऊा छानि न छाथै, *:: আমার ভরসা আমার মতো ভাগ্যবতী। DS BDBD BB DODBBB BD DODLDD LLLLLL B আনন্দ গুল্কম্যুখে ক্ষশকাল তাহার মাখের পানে চাহিয়া অন্য কথা পাড়িল । ইতিমধ্যে বাড়ির লেখাপড়া, বিলিব্যবস্থার কাজ চলিতে লাগিল, রাশীকৃত ইট-কাঠ, চুন-সারকি, দরজা-জানালা আসিয়া পড়িল-পরোক্তন গাহটিকে রাজলক্ষী নােতন रुद्रा छ्ळवाव्र आव्राधान ब्राण l' সেদিন বৈকালে আনন্দ কহিল, দাদা, চলন একটু ঘরে আসিগে। ইদানীং আমার বাহির হইবার প্রস্তাবেই রাজলক্ষী অনিচ্ছা প্রকাশ করিতে থাকে, কহিল ঘরে আসতে আসতেই যে রাত হয়ে যাবে আনন্দ, ঠান্ডা লাগবে না ? আনন্দ বলিল, গরমে লোকে সারা হচ্চে দিদি, ঠান্ডা কোথায় ? আজ আমার নিজের শরীরটাও বেশ ভালো ছিল না, বললাম, ঠান্ডা লাগার ভয় নেই নিশ্চয়ই, কিন্তু আজ উঠতেও তেমন ইচ্ছে হচ্ছে না। আনন্দ । আনন্দ বলিল, ওটা জড়তা। সন্ধেটা ঘরে বসে থাকলে অনিচ্ছে আরও চেপে 邵平一ü方*阿1 anak-a