পাতা:সিমার - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.pdf/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুলের ছড়াছড়ি । আন্তর সুরভিত বালিশ চাদর । ধূপবাতির সুগন্ধি ফোয়ারা । টেবিলে গুলাব পানির শরবৎ আর দুধ । এ-সব কিসের প্রস্তুতি ? রাবেয়া বললে হাসতে হাসতে, আজ আমাদের ফুলশয্যার বাত । রেডিওতে আজ এক ঘণ্টার রবীন্দ্রসংগীতের আসর। যে বাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে । রাবেয়ার চোখে ভয়ংকর সর্বনাশ তমসার পেছনে সালতের মতো পুড়ছে। দুলছে। ধিকাধিক করছে তার ক্রুর নিস্তব্ধতা। চোখের পেছনে নড়াচড করছে। কেঁপে কেঁপে ওঠা কিসের দুবোধ্য আকৃতি ! এই আগুন কামনার জিভ বার করে চেয়ে আছে । রাবেয়া আরো এগিয়ে এল । বিছানায় বসে ছিলাম। আমি । ভয় পেয়ে বালিশে মাথা রেখে আধশোয়া হয়ে মুখ গুজলাম। বাবেয়া বিছানায় বসল। চেপে । গায়ে হাত রেখে বললে, নাও । পান খাও । --আমি পান খাই না ! ATSiSLq ESS DD O BD 0 -পান খেয়ে কী হবে ? -খাও । তার পর বলছি। ইস! এত দেরি করে ? তাড়াতাড়ি পান নিয়ে মুখে পুরলাম । রাবেয়া বললে, বাসর রাতে বউ যা বলে, শুনতে হয় । -আজি বাসর রাত হতে যাবে কেন ? সব কী খেয়াল হয়েছে তোমার ? —ইদাতে একটি সার্থক সুন্দর বাসর - ত্রি প্রয়োজন। দুটি তালাক দিতে এবং একটি তালাক হাতে রাখতে যার ভুল হয় না, তার বাসর রাতের কথা ভুল श (कम ? --তুমি, রাবেয়া হাসালে দেখছি। ঐ সব তালাক-টালাক বিশ্বাস কর তুমি ? -कझेि । ? ܐܺܚܝ —নিশ্চয় করি। নইলে এই তিন মাস কি বেশ্যার মতো 'জিনা করব বলে বসে আছি ? আছি। যখন, আছি কোন সাহসে ? তুমিও বিশ্বাস কর বৈকি ! লোকদেখানো বিশ্বাস করতেই হয়। ধর্ম নিয়ে ভণ্ডামি করো না মামুন, আমি তোমার হাদিস কুরানের বউ । -আমায় মাফ কর রাবেয়া । তুমি আমার কেউ না । কিছু না । --তাই বুঝি 1 রাবেয়া আমার মুখের উপর ঝুঁকে আসে। চোখে চোখ রেখে কঠিন করে চেয়ে থাকে । বলে, আর মাত্ৰ সাত দিন। চলে যাব । চলে যাব, àR