পাতা:কমললতা - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.pdf/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SDDD BDBB BEELS0BBD DDBDL LDLDLLDB DDBB BB D S DBBS TrukuS বেরিয়ে পড়বার ভারি শভেদিন-চালো । আর পথের ধারে রেলের পথ ত রইলইखाला ना लाtश शिश्न (qन, आभि वाद्मश क्लब ना । একজন বৈষ্ণবী আসিয়া খবর দিল-ঠাকুরের প্রসাদ ঘরে দিয়ে আসা হয়েছে। কমললতা বলিল, চলো তোমার ঘরে গিয়ে বসিগে । आभाद्ध विद्म ? उाई डाला । আর একবার তাহার মাখের পানে চাহিয়া দেখিলাম। এবার আর সন্দেহের লেশমাত্র রহিল না যে সে পরিহাস করিতেছে না। আমি যে মাত্র উপলক্ষ্য তাহাও “কিন্তু যে কারণেই হোক এখানের বাঁধন ছিাড়িয়া এই মানষটি পলাইতে পারিলে যেন বাঁচে-তাহার একমাহতও বিলম্পব সহিতেছে না। ঘরে আসিয়া খাইতে বসিলাম। অতি পরিপাটি প্রসাদ-পলায়নের ষড়যন্ত্রটা জমিত ভালো, কিন্তু কে একজন অত্যন্ত জরুরী কাজে কমললতাকে ডাকিয়া লইয়া গেল। সতরাং একাকী মািখ বজিয়াই সেবা সমাপ্ত করিতে হইল। বাহিরে আসিয়া কাহাকেও বড় দেখিতে পাইলাম না, বাবাজী দ্বারিকান্দাসই বা গেলেন কোথায়? দইচারিজন প্রাচীন বৈষ্ণবী ঘোরাঘরি করিতেছে-কাল সন্ধ্যায়। ঠাকুরঘরে ধোঁয়ার ঘোরে ইহাদেরই বোধ হয় অপ্সরা মনে হইয়াছিল, কিন্তু আজ দিনের বেলায় কড়া আলোতে কল্যকার সেই অধ্যাত্ম সৌন্দৰ্য বোধটা তেমন অটুট রইল না, গা-টা কেমনতর করিয়া উঠিল, সোজা আশ্রমের বাহিরে চলিয়া আসিলাম। সেই শৈবালাচ্ছন্ন শীর্ণকায়া মন্দস্রোতা সপরিচিত স্রোত্যবতী এবং সেই লতাগলমকািন্টকাকীর্ণ তটভূমি, এবং সেই সপসংস্কুল সদঢ় বেতসকুঞ্জ ও সবিস্তুত বেণবন । দীর্ঘকালের অনভ্যাসবশতঃ • গা ছমছম করিতে লাগিল, অন্যত্র যাইবার উপক্ৰম করিতেছি, কোথাও একটি লোক BKB BDDDSuD DBDS DDB DB S KrD DBBuBu BBDBD S জায়গাতেও মানষে থাকে । লোকটির বয়স হয়ত আমাদের মতো-আবার বছর-দশেক বেশি হওয়াও বিচিত্র নয়। খবাকৃতি রোগা গড়ন, গায়ের রং-টা খািব কালো নয় বটে, “কিন্তু মাখের নীচের দিকটা যেমন অস্বাভাবিক রকমের ছোট চোখে ভ্ৰম দটােও তেমনি অস্বাভাবিক রকমের দৈর্ঘ্যে-প্রন্থে বিত্তীর্ণ। বস্ততঃ এত বড় ঘন মোটা দুরা যে মানষের হয়, ইতিপবে এ জ্ঞান আমার ছিল না, ঘরে হইতে সন্দেহ হইয়াছিল, হয়ত প্রকৃতির কোন হাস্যকর খেয়ালে একজোড়া মোটা গোঁফ ঠোঁটের বদলে লোকটার কপালে গজাইয়াছে। গলাজোড়া মোটা তলসীর মালা, পোষাক-পরিচ্ছদও অনেকটা বৈষ্ণবদের মতো। কিন্তু যেমন ময়লা তেমনি জীণ । মশাই ? থমকিয়া দাঁড়াইয়া বলিলাম, আজ্ঞা করেন । আপনি এখানে কবে এসেছেন শািনতে পারি কি ? পারেন ৷ এসেছি কাল বৈকালে । ब्राखिद्ध आधgाठ छिलन बक्श ? S8