পাতা:কমললতা - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.pdf/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লোকে হাসবে যে ৷ কিন্তু ভাবচি, রাত্রে তোমাকে শতে দিই কোথায়-জায়গা ত না থাক, যেখানে হোক শায়ে রাস্ট্রিট কাটবেই। তা কাটবে, কিন্তু শরীর ত ভালো নয়, অসংখ করতে পারে ষে । তোমার ভাবনা নেই, ওরা ব্যবস্থা একটা করবেই। রাজলক্ষী চিন্তার সারে বলিল, দেখািচ ত সব, ব্যবস্থা কি করবে। জানি নে, কিন্তু ভাবনা নেই আমার, আছে ওদের ? এসো। যাহোক দটি খেয়ে শয়ে পড়বে । বাস্তবিক লোকের ভিড়ে শোবার স্থান ছিল না । সে-রত্রে কোনমতে একটা খোলা বারান্দায় মশারি টােঙাইয়া আমার শয়নের ব্যবস্থা হইল। রাজলক্ষী খাত খািত করিতে লাগিল, হয়ত বা রাত্রে মাঝে মাঝে আসিয়া দেখিয়া গেল, কিন্তু আমার ঘামের दिष्ट्र बीज क्रा । পরদিন শয্যাত্যাগ করিয়া দেখিতে পাইলাম রাশীকৃত ফুল তুলিয়া উভয়ে ফিরিয়া আসিল । আমার পরিবতে কমললতা আজ রাজলক্ষীকে সঙ্গী করিয়াছিল । সেখানে নিজনে তাহদের কি কথা হইয়াছে জানি না, কিন্তু আজ তাহদের সখে দেখিয়া আমি ভারি তৃপ্তিলাভ করিলাম। যেন কতদিনের বন্ধ দরজনে-তাহারা কত DBB DBDDuDD S DBDBD DDuB BDB BBDB S BBD BDB DBBDDDSDBB DDB সেখানে প্রতিবন্ধক ঘটায় নাই । একজন অপরের হাতে খায় না। এই লইয়া কমললতা আমার কাছে হাসিয়া বলিল, তুমি ভেবো না গোঁসাই, সে বন্দোবস্তু আমাদের হয়ে গেছে। আসচে বারে আমি বড় বোন হয়ে জন্মে ওঁর দটি কান ভাল করে ম’লে BBBDB DDDSDBDBB DB Dg BDD DBBD BB DS SDBD S S DB মারি, ওঁকে বোল্মীগিরিতে ইস্তফা দিয়ে তোমার সেবায় নিষিক্ত হতে হবে। তোমাকে ছেড়ে আমি মন্তি পাব না। সে খািব জানি, তখন ভূত হয়ে দিদির ঘাড়ে চাপবো,-সেই সিন্ধবাদের দৈত্যের মতো-কাঁধে বসে সব কাজ ওঁকে দিয়ে করিয়ে নিয়ে তবে ছাড়বো । কমললতা সহস্যে কহিল, তোমরে মারে কােজ নেই ভাই, তোমাকে কথে নিয়ে আমি সারাক্ষণ ঘরে বেড়াতে পারবো না। সকালে চা খাইয়া বাহির হইলাম গহরের খোঁজে। কমললতা আসিয়া বলিল, বেশি দেরি করো না গোঁসাই, আর তাকেও সঙ্গে করে এনো। এদিকে একজন বামন ধরে এনেছি আজ ঠাকুরের ভোগ রাঁধতে । যেমন নোংরা তেমনি কুড়ে রাজলক্ষী সঙ্গে গেছে তাকে সাহায্য করতে । বলিলাম, ভালো করো নি। রাজলক্ষীর আজ খাওয়া হবে বটে, কিন্তু তোমার ঠাকুর থাকবে উপবাসী। কমললতা সািভয়ে জিব কাটিয়া বলিল, অমন কথা বলো না গোঁসাই, সে কানে শািনলে এখানে আর জলগ্ৰহণ করবে না। 4.