পাতা:কমললতা - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.pdf/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

YBkBB D BDBDDBDB BDDDBD LBBS DBBD DDB BDBDDB DS DDBLB BDBDD একটা অর্থহীন হাসির চেষ্টায়ও ঠিক সফল হইল না, শেষে চুপ করিয়া রছিলাম। বৈষ্ণবী ভিতরে প্রবেশ করিল, সঙ্গে, আমিও গেলাম। ফুল তলিতে আরম্ভ করিয়া সে নিজেই কহিল, আমি সখেই আছি গোঁসাই । যাঁর পাদপদ্মে আপনাকে নিবেদন করে দিয়েছি, কখনো দাসীকে তিনি পরিত্যাগ করবেন না। সন্দেহ হইল কথার অর্থটা বেশ পরিস্কার নয়, কিন্তু সম্পন্ট করিতে বলারও ভরসা। হইল না। সে মদ গঙ্গনে গাহিতে লাগিল—“কালা মাণিকের মালা গাঁথি নিব গলে, কান গণ যশ ক্যানে পরিব কুন্ডলে। কান অন্যরাগে রাঙা বসন পরিয়া, দেশে দেশে ভরমিব যোগিনী হইয়া। যদিনাথ দাস কহে-” থামাইতে হইল। বলিলাম, যদ্যনাথ দাস থাক, ওদিকে কসিরের বান্দ্যি শািনতে পাচ্চো কি ? ফিরিবে না ? সে আমার দিকে চাহিয়া মদ্যহাস্যে পনরায় আরম্ভ করিল, “ধরম করম যাউক তাহে না ডরাই, মনের ভরমে পাছে বাঁধরে হারাই-” আচ্ছা নত নগোঁসাই, জানো মেয়েদের মখে গান অনেক ভালো লোকে শািনতে চায় না, তাদের ভারি খারাপ at बलिलाम, छानि ; किन्छू आधि अठको छाgा ददछ नछे । তবে বাধা দিয়ে আমাকে থামলে কেন ? ওদিকে হয়ত আরতি শহর হয়েছে।--তুমি না থাকলে যে তার অঙ্গহানি হবে । } [[था छळाना शाँग्नदे । छद्धान्मा झटद ८न्म ? কেন তা তমিই জানো ; কিন্তু এ কথা তোমাকে বলল কে ? আমার অভাবে ঠাকুরের সেবায় সত্যিই অঙ্গহানি হতে পারে, এ কি আমি বিশদ্বাস করো ? করি। আমাকে কেউ বলে নি কমললতা-আমি নিজের চোখে দেখোঁচ । সে আর কিছু বলিল না, কি একরকম অন্যমনস্কের মতো ক্ষণকােল আমার মাথের BB uDDB BBS DBB DDD DBB DDB S BDBB DDDD S uB DDDBS হয়েচে-আর না । স্থলপদ্ম তুললে না ? না, ও আমরা তলি নে, ঐখান থেকে ঠাকুরকে নিবেদন করে দিই। চালো এবার बाछे । আলো ফুটিয়াছে, কিন্ত গ্রামের একাতে এই মঠ-এদিকে বড় কেহ আসে না । তখনো পথ ছিল জনহীন, এখনো তেমনি । চলিতে চলিতে একসময়ে আবার সেই প্রশ্নই করিলাম, তমি কি এখান থেকে সত্যিই চলে যাবে ? বার বার এ কথা জেনে তোমার কি হবে গোঁসাই ? এবারেও জবাব দিতে পারিলাম না, শািন্ধ আপনাকে আপনি জিজ্ঞাসা করিলাম, 08