পাতা:বিরাজবৌ - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.pdf/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিরাজ-বেী SRP দাড়ীদের সতর্ক করিয়া দিয়া তাহদের প্রতি দৃষ্টি রাখিয়া বিরাজের উদ্দেশে লাগবে, ভিতরে আসুন,’ বলিয়া নিজে গিয়া কামরায় প্রবেশ ब् ि॥ বিরাজ মোহাচ্ছন্ন, যন্ত্রচালিতের মত পিছনে আসিয়া ভিতরে পা দিয়াই অকস্মাৎ “মা গো” বলিয়া চেচাইয়া উঠিল। লে চীৎকারে রাজেন্দ্ৰ চমকাইয়া উঠিল। তখন, অস্পষ্ট দীপালোকে বিরাজের দুই চোখ, রক্তমাখা সিথার সিন্দুর চামুণ্ডার ত্রিনয়নের মত জলিয়া উঠিয়াছে-মাতাল সে আগুনের সুমুখ হইতে আহত কুকুরের ন্যায় একটা ভীত ও বিকৃত শব্দ করিয়া কঁপিয়া সরিয়া দাড়াইল । মানুষ না জানিয়া অন্ধকারে পায়ের নিচে ক্লেদাক্ত, শীতল ও পিছিল সরীসৃপ মাড়াইয়া ধরিলে যে ভাবে লাফাইয়া উঠে, তেমনিই করিষা বিরাজ ছিটুকাইয়া বাহিরে আসিয়া পড়িল—একবার জলের দিকে চাহিয়া, পরীক্ষণে “মা গো ! এ কি কলুম মা !’ বলিয়া অন্ধকার অতল জলের মধ্যে ঝাঁপাইয়া পড়িল । দাড়ী-মাঝিরা আর্তনাদ করিয়া উঠিল, ছুটাছুটি করিয়া বজরা উল্টাইয়া ফেলিবার উপক্ৰম করিল-আর কিছুই করিতে পারিল না। সবাই প্ৰাণপণে জলের দিকে চাহিয়াও সে দুর্ভেদ্য অন্ধকারে কিছুই দেখিতে পাইল না। শুধু রাজেন্দ্ৰ এক চুল নড়িল না। নেশা তাহার ছুটিয়া গিয়াছিল, তথাপি সে দাড়াইয়া রহিল। কিছুক্ষণ স্রোতের টানে বজরা আপনি বাহিরে আসিয়া পড়ায় মাঝি উদ্বিগ্ন মুখে কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, বাবু, কি করা যাবে ? পুলিশে খবর দিতে হবে তা ? রাজেন্দ্ৰ বিহবিলের মত তাহার মুখের পানে চাহিয়া থাকিয়া ভগ্নকণ্ঠে বলিল, কেন, জেলে যাবার জন্যে ? গদাই, যেমন ক’রে পারিস পালা । গদাই মাবি পুরাতন লোকু, বাবুকে চিনিত, সবাই চিনে—তাই ব্যাপারটা আগেই ཁཅས་གར་ན་མིག་ཅིག་ এখন এই ইঙ্গিতে তাহার চোখ খুলিয়া গেল।

  • يضاه