পাতা:বিরাজবৌ - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.pdf/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(2) বিরাজ-বেী কথাই বলিস কেন সুন্দৱী ? তাদের যা খুসি বলেচে, তাতে বা কীটপেটা কলুবি কেন ? আর আমাকেই বা নাহিক শোনাবি কেন ? উনি রাগী মানুষ, শুনলে কি বলবেন বলত ? সুন্দরী অপ্ৰতিভ হইয়া বলিল, বাবু শুনবেন কেন মা ? এও কি একটা কথার মত কথা ? 喃 কথার মত কথা নয়, সে কথা তুই আমাকে বুঝিয়ে বলবি? তা ছাড়া যা হয়ে বয়ে চুকে শেষ হয়ে গেছে, সে কথা তোলাবার अद्रकांद्रशे दादिका ? সুন্দরী খপ করিয়া বলিল, কোথায় চুকে বুকে শেষ হয়েছে মা ? কালও যে আমাকে ডাকিয়ে নিয়ে গিয়ে বিরাজ রাগিয়া উঠিয়া বলিল, তুই গেলি কেন ? তুই আমার কাছে চাকরী কয়বি আর যে ডাকবে তার কাছে ছুটে যাবি ? তুই নিজে না। সেদিন বললি, সেদিন তঁরা সব কলকাতায় চ’লে গেছেন ? সুন্দরী বলিল, সত্যি কথাই বলেছিলুম মা ? মাস-দুই তঁরা চলে । গিয়েছিলেন, আবার দেখচি সব এসেছেন। আর যাবার কথা যদি বললে মা, পিয়াদা ডাকতে এলে, না বলি কি ক’রে ? তঁরা এ মুম্বুকের জমিদার, আমরা দুঃখী প্ৰজা-হুকুম অমান্য করি কি ভরসায় ? বিরাজ ক্ষণকাল চাহিয়া থাকিয়া কহিল, তারা এ মুম্বুকের জমিদার নাকি ? সুন্দরী সহস্যে বলিল, ই মা, এ মহালটা তারাই কিনোচোন,-ৰাৰু র্তাবু খাটিয়ে আছেন—তা সত্যি মা, রাজপুত্ত্বর ত রাজপুত্র। কিবা মুখ-চোখেরা বিরাজ সহসা থামাইয়া দিয়া বলিল, থাম থাম, চুপ কয়। ওসব তোকে জিজ্ঞেস করি নি-কি তোকে বললে, তাই বল! ) সুন্দরী এবার মনে মনে বিরক্ত হইল ; কিন্তু সে ভাব গোপন