পাতা:বিন্দুর ছেলে - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.pdf/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3. न्विन्द्र-इ ८म्ब्य-व्न আসিতেছিল; কিন্তু বিন্দুৱ নিষ্ঠুর তিরস্কারে জলিয়া উঠিয়া বলিলেন, নিজের দোষ তুই পরের ঘাড়ে তুলে দিতে পারলেই বঁচিস। বিন্দু ছেলেকে তুলিতে গিয়া দেখিল, তাহার গা গরম-জ্বর হইয়াছে। কহিল, সারারাত, কাৰ্ত্তিক মাসের হিমে জর হবেই তা! এখন ভাল ठू'टल वैग्नेि । অন্নপূর্ণ ব্যগ্ৰ হইয়া ঝুকিয়া পড়িয়া বলিলেন, জর হযেছে—কই দেখি ! বিন্দু সজোরে তঁাহার হাত ঠেলিযা দিয়া বলিল, থাক, আর দেখে কাজ নেই। বলিয়া ঘুমন্ত ছেলেকে স্বচ্ছন্দে কোলে তুলিযা লইয়া অন্নপূর্ণার প্রতি একবার বিষ-দৃষ্টি নিক্ষেপ করিয়া নিজের ঘরে চলিয়া গেল। পাঁচ-ছয় দিনেই অমূল্য আরোগ্য হইযা উঠিল বটে, কিন্তু বড়জায়ের অপরাধটা বিন্দু মার্জনা করিল না । সেই দিন হইতে সে ভাল করিয়া কথা পৰ্য্যন্ত বলিত না । অন্নপূর্ণ মনে মনে সমস্তই বুঝিলেন। অথচ তিনিও মৌন হইয়া রহিলেন। সকলের সম্মুখে সমস্ত অপরাধ বিন্দু যে তাহারি উপর তুলিয়া দিয়াছে, এ অন্যায় তিনিও ভুলিতে পারিলেন না। এইটিই একদিন কি একটা কথার পর তিনি এলোকেশীর কাছে বলিয়া ফেলিলেন, ওর জ্বর ছোটবৌয়ের জন্যই। ও যে মরে নি, এই ওর ভাগ্য। কথাটা এলোকেশী বিন্দুর গোচর করিতে লেশমাত্র বিলম্ব করিলেন না। বিন্দু মন দিয়া শুনিল, কিন্তু কথা কহিল না। সে যে শুনিয়াছে, তাহাও এলোকেশী ভিন্ন আর কেহ জানিল না। বিন্দু বড়াজায়ের সহিত একেবারে কথা-বাৰ্ত্তা বন্ধ করিয়া দিল। কয়েক দিন হইতে নূতন বাটীতে জিনিস-পত্র সরানে হইতেছিল, কাল সকালেই উঠিয়া যাইতে হইবে। যাদব ছেলেদের লইয়া সে বাড়ীতে ছিলেন,মাধব মোকদম উপলক্ষে অন্যত্র BS GBDD DD D SDOuBBGBL DgiSguuB BDED DDD EELB DDD S