পাতা:বৈকুন্ঠের উইল - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.pdf/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

aS বৈকুণ্ঠের উইল বাড়ি থেকে ঝগড়া করে বলে এসেছে, মায়ের প্রসাদ পেতে যাচ্চি ! তা হ’লে সারাদিন খাওয়াই হয় নি দেখাচি । শুনিয়া ভবানীর বুক ফাটিয়া যাইতে লাগিল। বিনোদ পাশের ঘরেই ছিল, চক্ৰবৰ্ত্তীর সাড়া পাইয়া কাছে আসিয়া বসিল । তামাসা করিয়া কহিল, কি চক্ৰবৰ্ত্তীমশাই, নিমাই রায়ের তঁাবে চাকরি হচ্ছে কেমন ? চক্ৰবৰ্ত্তী আশ্চৰ্য্য হইয়া কহিল, নিমাই রায় ? রামঃ-সে কি দোকানে ঢুকতে পারে না কি ? বিনোদ বলিল, শুনতে পাই দাদাকে সে গ্ৰাস করে বসে আছে ? চক্ৰবৰ্ত্তী ভবানীকে দেখাইয়া হাসিয়া কহিল, উনি বেঁচে থাকতে সেটি হবার জো নেই ছোটবাবু। আমাকে তাড়িয়ে সর্বস্বর মালিক হতেই এসেছিলেন বটে, কিন্তু মায়ের একটা হুকুমে সব ফেসে গেল। এখন ঠকিয়ে-মজিয়ে ছ্যাচড়ামি করে যা দুপিয়সা আদায় হয়, দোকানে হাত দেবার জো নেই। বলিয়া চক্ৰবৰ্ত্তী সে দিনের সমস্ত ইতিহাস বিবৃত করিয়া কহিল, বড়বাবু একটুখানি বডড সোজা মানুষ কি না, লোকের প্যাচস্যাচ ধরতে পারে না। কিন্তু তা হ’লে কি হয়, পিতৃমাতৃভক্তি যে আচল --সেই যে বললেন, মায়ের হুকুম রদ করবার আমার সাধ্যি BDSK TBDB DDSDDS DBBSDgDYYSBDBBBDBD DD আমার বাপের হুকুম-মায়ের হুকুম ! আমি যেমন কর্তা ছিলাম-তেমনি আছি ছোটবাবু! বিনোদের দুচক্ষু জ্বালা করিয়া জলে ভরিয়া গেল। চক্ৰবৰ্ত্তী