পাতা:আরোগ্য - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দাদা, একটা দিলে দোষ কি ? তুমি না দিলে শাস্তুর কাছে চাইব তো !

দোষ কি চাইলে ?
\S KI J5's

শাস্তু রান্নার কাজ করে। দরকারের সময় খানসাম সেজেও কাজ চালিয়ে দেয়। চালাক চত্বর চটপটে মানুষ, চাউনি দেখেই টের পাওয়া যায় মগজটা তার প্যাচালো বুদ্ধিতে ঠাসা । কি যে সে প্যাচালো বুদ্ধি সেটাই কেবল ধরা যায় না। কেশব তো এসেছে সেদিন, শস্তু পুরানো বিশ্বাসী লোক চার বছরের উপর আছে। প্যাচালো কিন্তু বুদ্ধির পরিচয় মেলে এমন কিছুই সে আজ পর্য্যন্ত করেনি । কেশব তাকে পছন্দ করে না। শস্তুর মুচকি মুচকি হাসি দেখলে তার গা জবালা করে । একটা সিগারেট দিতেই নিমাইয়ের গোমরা মুখে হাসি ফোটে । ফস করে দেশলাই জালিয়ে সিগারেট ধরিয়ে টান দেয়। পাকা ধোঁয়াথেরের মত ।

বিড়ি সিগ্রেট খেয়েই তুই মরবি। মা বাপ নেই ?

বাপ মা ভাই বোন সব আছে নিমাই-এর, দেশে আছে। ললনাদের দুপুরুষ আগে ছেড়ে আসা দেশে ৷৷ ললনার ঠাকুর্দার বাবার গোমস্ত ছিল নিমাই-এর ঠাকুর্দার বাবা । নিমাই যেন বলতে চায় ষে সে কি নিছক মাইনে করা চাকর অনিমেষের বাড়ীতে ? তা যেন ভাবে না কেশব। এদের সঙ্গে তার কত ঘনিষ্ট সম্পর্ক !

ললনাদি আমায় কত ভালবাসে জানো ? শাস্তুকে হুকুম দিয়েছে

d) R