পাতা:আরোগ্য - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঃ তোমার চেহারা দেখলে কান্না পায়। ঠিকমত সেবা যত্ন হচ্ছে না। cडांभांब । r ঃ কি করা যায় ! ঃ একটা ঘর ভাড়া নাও । তুমি আমি থাকব । ঃ তাতে আর লাভ কি হবে বল ? সকাল থেকে রাত দশটা পর্য্যন্ত বাইরেই কাটবে। অন্ধকারে মায়ার মুখ দেখা যায় না। তার মাথার চুলে আঙ্গুল BLDL DLDDSS BB DBDDSDBD DBB BD D LDBBS S uDBDBDB জন্যেই আরও তোমার শরীর খারাপ হচ্ছে। কখন সবাই ঘুমোবে, কখন আমি তোমায় ডাকব, এর একটা উৎকণ্ঠা আছে তো ? এরকম চোরের মত আসা যাওয়ারও তো একটা উদ্বেগ আছে ? কোথায় সকাল সকাল ঘুমোবে, আমার জন্যই তোমার রাত জগতে হয়।

রাত এমনিও জাগতে হয়। ঘুম এলে তো ঘুমোব ?

ঃঃ আমি তোমায় ঘুম পাড়িয়ে দেব। সেইজন্যই তো বলছি কোথাও গিয়ে বাসা বাধি চল । ঘুম যদি তোমার নাও আসে, এখন একলাটি জেগে ছটফট কর, আমি থাকলে কথাবার্তা কইলে অত কষ্ট হরে না । ঃ একটা কেলেঙ্কারি হবে যে ?

হোক কেলেঙ্কারি ।

কেশব ভেবেচিন্তে বলে, আচ্ছা, ভেবে দেখি । একটু পরেই খটকা লাগায় হাত বাড়িয়ে টের পায় মায়ার চোখে জল করছে । মায়া ভিজে গলায় বলে, আমি বুঝেছি সব। আসলে আমাকে তোমার দরকার নেই, তুমি চাওনা আমাকে। রাতে ঘুম আসে না। তাই একটু মজা করে যাও। R