পাতা:আরোগ্য - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাদের দেখা হবে মায়াকে এই সুসংবাদ জানিয়ে খুন্সী করার জন্য, ভোরে আরেকবার তাকে ডুব দিতে আসতে হল ডোবায়। भ3 उ२न् डcन । দুধের গেলাসের বদলে কয়েকখানা এটাে বাসন হাতে নিয়ে এসে বলে, রাগ কোরো না। দুধ দুয়ে নিয়ে চুরি করে খাই বলে পরশু, সকালে বাখ্যারি দিয়ে মেরেছে। পিঠে কালচে পড়ে গেছে একেবারে । দেখবে ? সায়া ব্লাউজের বালাই নেই মায়ার। আঁচলটা সরিয়ে দিতেই কঁধ থেকে কোমর পর্য্যন্ত টানা ব্লু ব্ল্যাক কালির মত মৃত রক্তের কালশিরাটা চোখে পড়ে । খুব জোরেই বাখ্যারি মেরেছে। কেশব বলে, এমন করে তোমায় মারতে পারে ? তুমি কি করলে ?”

কি আর করব ? কপালের নিন্দে করে খানিকক্ষণ কঁদলাম।

বাসন কখানা চটপট মেজে নিতে নিতে মায়া কথা বলছিল-মুখ না তুলেই । তার মানেও কেশব জানে ঘাটে একা তার সঙ্গে ঘনিষ্টভাবে কথা বলতে দেখে আবার যদি পিঠে বাখ্যারি বসায় । স্থির দৃষ্টিতে তার দিকে চেয়ে থেকে কেশব বলে, আমারও তোমায় মারতে ইচ্ছে করছে । ধোয়া বাসন হাতে মায় উঠে দাড়ায় ।

তবে আমি পলাই । বেলায় যাব ।

বলেই মায়া যেন মিলিয়ে যায় ভোরের আবছা আলোয়। মায়া বেলায় আসবে জানিয়ে রাখলেও কেশব বেরোবার জন্য তৈরী হয় । মনটা একেবারে বিগড়ে দিয়েছে মায়া । S 8 S