পাতা:আরোগ্য - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একটু সম্পর্ক বজায় থােক। তুমি রোজ শুধু আমাকে আপিসে পৌছে দেবে। আর আপিস থেকে ফিরিয়ে আনবে। তোমার আর কোন ডিউটি থাকবে না ! পারবে ?

পারব ।

ঃঃ আজি মাসের মোটে সতের তারিখ । তা হোক, এ মাসটা তোমায় ছুটি দিয়েছি। ধরব । শুধু আপিসে পৌছে দেবে নিয়ে আসবে তবু এমাসের পুরো মাইনেটাই পাবে। সামনের মাস থেকে মাইনেটা এ্যাডজাষ্টি করে নেওয়া যাবে, কেমন ? পদোন্নতি হয়েছে, আয় পড়ে গেছে ধপাস করে, কতদিকে খরচ কমেছে, কেষ্ট বিদায় হয়েছে নিমাই নোটিশ পেয়েছে, তাকে কেন বহাল রেখেছে। অনিমেষ-এই কথাই কিছুদিন থেকে ভাবছিল কেশব । প্রত্যাশাও করছিল বরখাস্তের হুকুমের । কিন্তু নিজে গাড়ী চালিয়ে আপিস গেলে মান থাকে না অনিমেষের । ড্রাইভার চালিত গাড়িতে বসে সিগার টানতে টানতে অন্ততঃ আপিস যাওয়া আর আপিস থেকে বাড়ী ফেরাটা তাকে বজায় রাখতেই হবে। আপিস করার অঙ্গ হিসাবে । কিভাবে কথাটা তাকে বলবে ভাবছিল অনিমেষ । আজি সুযোগ পেয়েই পাকা ব্যবস্থা করে নিয়েছে। কেশব বুঝতে পারে। পরিচয় পত্রখানা তার হাতে দিয়ে অনিমেষ বলে, নতুন ব্যবস্থায় তোমার কোন ক্ষতি নেই, তুমি ফ্রি থাকবে সারাদিন, অন্য কাজ করতে পারবে । আমিই ব্যবস্থা করে দেব । আমাকে আপিসে পৌঁছে দিয়ে তুমি সেই কাজে চলে যাবে, দরকার সময় আমাকে তুলে নিয়ে আসবে। মোটামুটি দেখো, উপাৰ্জন তোমার বেশী হবে । Σ, ο Ο