পাতা:আরোগ্য - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তার জন্য মায়ার সীমাহীন ব্যাকুল ভালবাসার মানেও কি তবে তাই ? এরকম দেহ মন প্রাণ দিয়ে ভাল না বাসলে তাদের সম্পর্কট হয়ে যাবে অন্যায়, একটা পাপ ? সংসারের সাধারণ নিয়মে সাধারণ হিসাবে তাদের ঘনিষ্টতা অনুচিত বলেই এমন অসাধারণ প্রেম মায়ার দরকার হয়েছে ন্যায় অন্যায় উচিত অনুচিতের উদ্ধে উঠে সে হিসাবটা বাতিল করার জন্য ? তার জন্য অনন্তকাল নরক ভোগের প্রশ্নটাকে তুচ্ছ করে দেবার জন্য ?

  1. fits

কানু মিস্ত্রীর বিয়ে ভেস্তে গেছে । ভেস্তে দিয়েছে সে নিজে । কেন, সংসার করার ইচ্ছা নেই তার ? ঃঃ আছে না ? কিন্তু মনটা বড় বিগড়ে গেল। একটা ছুড়িকে পছন্দ করে এত সহজে হার মানব ? ক’দিন ধরে কি ছটফটানি গেছে কি বলব মাইরি তোকে । মুখে ভাত রোচে না, রাতে ঘুম হয় না, ভিতরটা জালা পোড়া করে । কেশব ই করে তার মুখের দিকে চেয়ে থাকে। কানু বলে যায়, কেবলি মনে হয় ভারি অন্যায় কাজ করতে যাচ্ছি। DDBB DBDBDB BB DDB DuBDBD DDD SS DD uBBSD LBB BDBDD হাত গুটিয়ে নেব, যেমন তেমন একটা পেলেই খুন্সী থাকিব, তবে আর বঁাচা কেন ? চেষ্টা তো করে দেখতে হয়! ওর বাপিটাকে শুধু মাঝে মাঝে বলেছি, বাস। জবরদন্ত চেষ্টা তো করিনি। মন্ত একটা অক্তির নিশ্বাস ফেলে কানু ।