পাতা:আরোগ্য - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: কথাটা ভাল করে ভেবে দ্যাখে । খোলাখুলি সব বলতে পারবে না। যদি মনে কর, তা হলে আর এগোনোই ভাল। তোমার কতগুলি টাকা আর আমার সময় শুধু হবে । তার চেয়ে বরং টাকাগুলো সব আমায় দিয়ে চলে যাওক কথাই দাড়াবে । গোপনীয় কি আছে তার জীবনে ডাক্তার দত্তকে যা জানানো ব না ? এমন কোন পাপ তো সে করে নি। কখন ডাক্তারকেও 6] i | | শুধু এক মায়ার কথা । মায়ার কথা জানাতে তার আপত্তি কি ? যার নামধাম পরিচয় নিশ্চয় ডাক্তার দত্তের দরকার হবে না । সে সরল ভাবে বলে দেখুন। একজনের সঙ্গে আমার গোপনে লবাসা আছে-একটি বিধবার সঙ্গে । নাম ঠিকানা বলতে হবে না। | ? না না, নাম ঠিকানা আমার দরকার নেই। ভালবাসাটা কি কমের পরে সেটা একটু জানালেই হবে-আমি প্রশ্ন করব তুমি বাব দেবে । আরও অনেক কথা জানতে হবে । কেশব বিব্রতভাবে বলে, গোপনীয় আর কিছু নেই। কিন্তু আর কটা কথা বলি । এই ভালবাসার ব্যাপারটার জন্য কিন্তু আমার সুখ নয়। এটা অনেক পরে ঘটেছে । ডাক্তার দত্ত সায় দিয়ে বলে, আমিও তাই বলছি। আগে সুখ, পরে ভালবাসা। কাজেই তোমার ভালবাসাটা কি রকম iাই থেকে রোগের লক্ষণ জানা যাবে। কেশব ভাবে, কি সর্বনাশ ! মায়ার সঙ্গে তার ভালবাসা তার রাগেরই একটা লক্ষণ নাকি ? একবার ভাবে সোজাসুজি কথাটা SS (t