পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बौदiहैं । " Re নিকট পৌঁছিবার সম্ভাবনা ছিল না। আবার দেশে বিদ্রোহ উপস্থিত হইলে রাজপুরুষদের মনে বিশ্বাস অপেক্ষা সন্দেহের ভাবই বেসি প্রবল থাকে। সামান্য ঘটনায়, সামান্য কোন কথায়, এমন কি সামান্য কোন ইঙ্গিতে পর্যন্ত-অতি বিশ্বাসী অনুগত sBLBDBD D LLD DD DBDBDB BBBDS BDB DDD বিশেষ তেজস্বিনী ও বুদ্ধিমতী বলিয়া জানিতেন। ঝান্সী অধিকার করায় রাণী যে ইংরেজের উপর বিশেষ অসন্তুষ্ট ছিলেন, তাহাও জানিতেন । ইংরেজের বিরুদ্ধে নানাসাহেবের শক্রতার যে কারণ, রাণীর তাহা অপেক্ষা বেসি কারণ আছে। এরূপ অবস্থায় প্রকাশ্যে না হউক, গোপনে যে রাণী সিপাহীদের পক্ষে,- ইংরেজরাজপুরুষদের মনে এইরূপ ধারণা হওয়াই স্বাভাবিক। ইংরেজ-স্ত্রীপুরুষ ও বালকবালিকাদের হত্যাকাণ্ডে রাণী লিপ্ত আছেন, পুর্বেই এই জনরব র্তাহারা শুনিয়াছিলেন। এখন রাণীর ক্যানসীর শাসনভার গ্রহণে তঁহাদের মনে এই বিশ্বাস হইবারই কথা, যে, বিদ্রোহী সিপাহীদের সঙ্গে যোগ দিয়া রাণী আপনার রাজ্য উদ্ধার করিতে চান এবং তঁাহার এই পত্র ইংরেজকে ভুলাইবার জন্য রাজনৈতিক চাতুরী মাত্র । তারপর আবার রাণীর কাছে টুকা পাইয়া সিপাহীরা যে, রাণী” রাজ্যের মালিক, এই কথা প্রচার করিতে করিতে দিল্লীর দিকে গিয়াছিল, ইহাতে এই ধারণা দৃঢ় হইবার কারণ ঘটে। রাণীর নামে এই কথা উঠিল, যে, সিপাহীদিগকে টাকা দিয়া তাহাদের সাহায্যে রাণী ৰানসীর রাজত্ব অধিকার করিয়াছেন। እዓ