পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

चिचौदहै । 8 বলিয়া পাঠাইলেন যে, সাহিজির সঙ্গে জিজার বিবাহ দিতে স্বীকার করিলে, মালোজি লুখজির গৃহে আহার করিবেন, নিচেৎ নাহে । মালোজি একে গরীব, তায় আবার লুখজির অধীন কর্ম্মচারী। তঁার এমন আস্পদ্ধার কথায় লুখজির স্ত্রী বড় কটুবাক্যে মালোজিকে গালি দিলেন। দারুণ অপমান বোধে * মালোজি কর্ম্মত্যাগ করিয়া নিজগ্রামে ফিরিয়া কৃষি ব্যবসায় আরম্ভ করিলেন । কিছুকাল পরে, মালোজির ভাগ্য ফিরিল, সহসা তিনি মাটির নীচে অনেকগুলি ধন পাইলেন। এই সম্বন্ধে একটি গল্প আছে।— একদিন মালোজি স্বপ্নে দেখিলেন, স্বয়ং দেবী ভগবতী। তাহার সম্মুখে আর্বিভুত হইয়া বলিতেছেন,-“মালোজি, আমি তোমার প্রতি প্রসন্ন হইয়াছি । তোমার বংশধরগণ রাজা হইয়া ধর্ম্মেরু গৌরব রক্ষা করিবে। ঐ স্থানে সাত কলস মোহর মাটিতে পোতা আছে, তুলিয়া লও। ইহা দ্বারা ভবিষ্যৎ রাজত্বের আয়োজন করিতে থাক।” দেবী এই বলিয়া অদৃশ্য হইল। মালোজি পরদিন প্রাতে দেবীর নির্দিষ্ট স্থান খুড়িয়া সাত কলস মোহর পাইলেন। * এইরূপে বহু ধন লাভ করিয়া মালোজি অনেক অশ্বারোহী সৈন্য সংগ্রহ করিলেন। র্তাহার সাহস ও শক্তির কথা চারিদিকে প্রচারিত হইল। a