পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

चांद-बाद्री । এই ভীষণ প্রায়শ্চিত্ত করিয়া শম্ভাজি লোকান্তরে পিতার নিকট চলিয়া গেলেন । শাস্তাজির শিশুপুত্রকে ঔরংজেব নিজের কাছে রাখিয়া যত্নে প্রতিপালন করেন । এই বালকের নাম সাহু (অর্থাৎ সাধু)। ঔরংজেবই তাহাকে সাহু নাম দেন । মারাঠা রাজ্য যায় যায়। নুতন জীবনে নুতন বলে জাগিয়া DuDD DBDDDDBBD BD DBB DBB BDB DBDS জিজাবাই ও শিবাজির সকল সাধনাই বুঝি বিফল হয়! কিন্তু এ সাধনা যদি নির্ম্মফল হইতে পারে, তবে জগতে সাধনার কোনই সার্থকতা নাই। শিবাজি মারাঠা জাতির মধ্যে যে জীবন আনিয়াছিলেন, সে বড় শক্তিপূর্ণ জীবন, সে আলো সহস্ৰ বন্ধু-বাতেও সহজে নিভিবার নয় । সে জীবন, সে জাতীয় শক্তি শস্তাজির পাপে কিছুকাল অভিভুত হইয়াছিল মাত্র। প্রায়শ্চিত্তে পাপের প্রভাব কাটিয়া গেল। আবার সে শক্তি সহস্ৰ বিক্রমে জাগিয়া | শিবাজির হাতে গড়া মহাপ্রাণ বীরগণ এখনো জীবিত h শিবাজির স্বহস্তে পরিচালিত মারাঠা সৈন্যগণের হৃদয়ে শিবাজি হইতে সঞ্চারিত সাহস, বীরত্ব ও রণ-কৌশল এখনো জাগ্রত। মারাঠা দেশময় আবার আগুন জ্বলিয়া উঠিল। সে আগুন চুক্রমে ভারতময় বিস্তৃত হইল। তাহাতে বিশাল মোগল সাম্রাজ্য ছরখার হইল ।