পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s Q ললাটে পান্না মুখ তুলিলেন, —তাহার মুখে মর্ম্মভেদী যাতনার মধ্যে রাজপুত রমণীর ভীষণ দৃঢ়তার ভাব প্রকাশিত হইল। পান্না নাপিতকে কহিলেন,-“বারি, (রাজপুতানায় নাপিত সম্প্রদায়কে বারি বলে ) ঐ ঘরে একটি ফলের বুড়ী আছে। সেই বুড়ীটা” শীঘ্র লইয়া আইস,—তার মধ্যে উদয়কে রাখিয়া, ফল ‘পাতা দিয়া ঢাকিয়া উদয়কে লইয়া বীরা নদীর তীরে অপেক্ষা কর। আমি আসিতেছি।” বারি কহিল,—“তুমিও কেন চন্দনকে লইয়া এক সঙ্গে চল না ?” পান্না কহিলেন“উদয়কে লইয়া এক সঙ্গে সকলে পলাইলে তাকে রক্ষা করিতে পারিব কি ? বনবীর আজ চিতোরের রাণী ; সে যদি জানে, উদয় পলাইয়াছে, অচিরেই তাহাকে খুজিয়া বাহির করিয়া তার প্রাণনাশ করিবে ।” বারি কহিল,—“তুমি থাকিলে কি, তাহা নিবারণ করিতে পরিবে ?” পান্না। পারিব। বারি। কিসে ? পান্না। বারি, বনবীর যদি জানে উদয় জীবিত আছে, তবে তার নিস্তার নাই। উদয়কে সে হত্যা করিয়া তার পথনিষ্কণ্টক করিয়াছে, ইহা তাকে বুঝাইতে হইবে। বারি। কি করিয়া তাহা করিবে ? পান্না। বারি, আর আমাকে কিছু জিজ্ঞাসা করিও না। সে কথা ভাবিতেও আমার বুক ভাঙ্গিয়া যাইতেছে। বারি, ঐ