পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जन्ौदाहै। Rbt প্রাচীরসংস্কারে সাহায্য করিত ; ক্লান্ত সৈন্যদের জন্য আহার ও *नैीग्न छानिम्न ऊि । যুদ্ধের সূচনা বুঝিয়াই রাণী নানাসাহেবের ও তান্তিয়াটোপের নিকট সাহায্য চাহিয়া পাঠান। তান্তিয়া একদল সৈন্য লইয়া রাণীর সাহায্যে আসিতেছিলেন । এই সংবাদ পাইয়া সার হিউরোজ প্রবল বিক্রমে ঝানসীব প্রাচীর আক্রমণ করিতে লাগিলেন। এদিকে একদল সৈন্য গিয়া তান্তিয়াকে পরাজিত করিয়া তেঁাহার সব রসদ ও কামান অধিকার করিল। ইহার কয়েক দিন পরেই নগর-প্রাচীরের একটি দ্বার ইংরেজিসৈন্যের হস্তগত হইল। সেই পথে ইংরেজ সৈন্য নগরে প্রবেশ করিল। রাণী দুর্গের মধ্যে আশ্রয় গ্রহণ করিলেন। কিন্তু অন্য কোন স্থান হইতে সাহায্য আসিবার সম্ভাবনা নাই । সুতরাং এ অবস্থায় অধিক দিন দুৰ্গরক্ষা করা অসম্ভব। সাহায্যের অভাবেই সত্বর তঁাহাকে আত্মসমপণ করিতে হইবে । নিরুপায় হইয়া রাণী একদিন রাত্রির অন্ধকারে, পিতা, বালক পুত্র দামোদর এবং কয়েকজন অনুচর লইয়া গোপনে কানসী ছাড়িয়া Cut রাণীর পলায়নের সংবাদ পাইয়াই তঁহাকে ধরিবার জন্য ইংরেজ সৈন্য পশ্চাতে ছুটিল। রাণীর পিতা ধরা পড়িলেন। তাহার ফাঁসী হইল। রাণী পুত্রসহ কাল্পীতে তাতিয়াটোৱে সঙ্গে মিলিত হইলেন । • ক্যান্সীতে “ অনেক ইংরেজ স্ত্রীপুরুষ ও বালকবালিকা