পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাণী विन्लूबर्डौ OW) অজিতের জন্য তোমার কোন ভয় নাই। উদয়পুরের গড়ে একখানা পাথর থাকিতেও অজিতের কোন বিপদ হইবে না ।” বিন্দুমতী চলিয়া গেলেন। তেজস্বিনী রাণীর উত্তেজনায় মারবার জাগিল। অন্যান্য অনেক রাজপুত রাজারাও রাজসিংহের সহায়তায় আসিলেন। ) 8 ( ” ھ | সন্নাহাজাদা আকবর ও সেনাপতি দিলীর খাঁ বিপুল সৈন্য লইয়া রাজস্থান আক্রমণ করিয়াছেন। রাজসিংহ, তাহার বীর পুত্রদ্ধয় ভীমসিংহ ও জয়সিংহ, এবং দুৰ্গাদাস, বহু রাজপুত সৈন্য লইয়া মোগলের গতি অবরোধ করিতে অগ্রসর হইলেন। রাজপুতের বীরত্বে ও রণকৌশলে ২ মোগল সৈন্য ধ্বংস হইল। সাহােজাদা সপরিবারে রাজপুতের झारुङ दन्गै झझेgछन् । • ঔরঙ্গজেব। আবার সৈন্য পাঠাইলেন। বহুদিন ক্রমাগত যুদ্ধ হইতে লাগিল। কোন কোন ঐতিহাসিক বলেন, স্বয়ং বাদসহ একবার কোন গিরিপথে সসৈন্যে আবদ্ধ হইয়া মৃতপ্রায় হন এবং বাদসাহের প্রিয়তমা মহিষী রাজপুতের হন্তে পতিত হন। কিন্তু বিপন্ন শক্রির প্রতি বুজপুত চিরদিন উদার ও দয়ালু। দয়া করিয়া রাজপুত, রাজপুতের চিরশত্রু ঔরঙ্গজেবকে আহার্য্য পাঠাইয়া দেন এবং শেষে মুক্তি দেন। বেগমকেও, সসম্মানে রাজসিংহ, স্বামীর নিকট পঠাইয়া দেন।