পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Caisite ( S) দয়সিংহের মৃত্যুর পর তাহার জ্যেষ্ঠ পুত্র চিরস্মরণীয় * মহাবীর প্রতাপসিংহ চিতোরের রাণা হন । রাজনীতিতে সম্রাট আকবরের মত দূরদর্শী বিচক্ষণ ও উদারচেতা পুরুষ জগতে অতি অল্পই জন্মগ্রহণ করিয়াছেন। ধর্ম্মান্ধ অনেক মুশলমানরাজার ন্যায় তাহার কোনরূপ হিন্দু বিদ্বেষ ছিল, না। তারপর তিনি বুঝিয়া দেখিলেন, যে, ভারতবর্ষ হিন্দুপ্রধান দেশ। সাহস, বীরত্ব, বিদ্যা, জ্ঞান ও বুদ্ধিতে হিন্দু অতি শ্রেষ্ঠ। কেবল পরস্পর বিচ্ছিন্ন ও পরস্পর বিরোধী বলিয়াই এত মহৎ গুণসম্পন্ন ভারতব্যাপ্ত হিন্দুর উপর সুশলমান জয়লাভ করিতে পারিতেছে।” কিন্তু তথাপি এই বিচ্ছিন্ন ও পরস্পর বিরোধী হিন্দু শক্তিকে কোন মুশলমান সম্রাটু একেবারে আপনার বশে আনিতে পারেন নাই। মুশলমানের শক্রিতায় যদি কখনো সম্মিলিত হিন্দুশক্তি মুশলমানের বিরুদ্ধে উখিত হয়, তবে দুইদিনও মুশলমানশক্তি এদেশে দাড়াইতে পারে না। তিনি আরও দেখিলেন, যে, সরলচিত্তে হিন্দু একবার যে রাজবংশের আনুগত্য স্বীকার করিয়াছে, পুরুষানুক্রমে প্রাণপণে হিন্দু সেই